বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

বুলগেরিয়ায় জ্বলন্ত বাসে
পুড়ে মৃত্যু ৪৫ পর্যটকের 

 

সোফিয়া (বুলগেরিয়া): পর্যটক বোঝাই বাসে আগুন লেগে মৃত্যু হল অন্তত ৪৫ জনের। চলন্ত অবস্থায় হঠাৎই বাসে আগুন লেগে যায়। ঘুমের মধ্যেই পুড়ে ছাই হয়ে যান পর্যটকরা। মৃত ৪৫ জনের মধ্যে ১২ জন শিশু রয়েছে। ঘটনাটি পশ্চিম বুলগেরিয়ার। অধিকাংশ মৃতের বাড়ি উত্তর ম্যাসিডোনিয়া। মঙ্গলবার ভোরে হাইওয়ের উপর দাউদাউ করে জ্বলতে থাকে বাসটি। সেখান থেকে লাফ দিয়ে কোনওরকমে প্রাণ বাঁচান সাত জন। তাঁদের সোফিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুলগেরিয়া প্রশাসন জানিয়েছে, ৪৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানা না গেলেও স্থানীয় অধিকারিকরা জানিয়েছেন, আগুন লাগার আগে বা পরে বাসটি হাইওয়ের পাশে থাকা দেওয়ালে ধাক্কা মারে। সিসিটিভি ফুটেজে বাসটিকে দাউদাউ করে জ্বলতে দেখা গিয়েছে। ঘটনায় শোক প্রকাশ করে বুলগেরিয়ার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী স্টেফান ইয়ানেভ বলেন, ‘মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকলাম আমরা।’ স্বরাষ্ট্রমন্ত্রী বয়োকো রাশকোভ বলেন, ‘মানুষের পোড়া দেহ গাদাগাদি করে বাসের মধ্যে পড়ে রয়েছে। এত ভয়ঙ্কর ঘটনা আমি এর আগে দেখিনি।’ তদন্তকারী আধিকারিকরা জানান, সোমবার রাতে উত্তর ম্যাসিডোনিয়ার একটি ট্রাভেল এজেন্সির চারটি বাস তুরস্ক থেকে বুলগেরিয়ার ঢোকে। তারই একটিতে আগুন লেগেছে। চালকের গাফিলতি না যান্ত্রিক সমস্যা—দুর্ঘটনার কারণ জানার চেষ্টা করছে পুলিস। রাত দু’টো নাগাদ বাসটিতে আগুন লাগে বলে জানিয়েছেন তাঁরা। উত্তর ম্যাসিডোনিয়ার প্রধানমন্ত্রী জোরান জায়েভ বলেন, ‘এত বড় মর্মান্তিক দুর্ঘটনায় আমি ভীষণ আতঙ্কিত।’

24th     November,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ