বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

মার্কিন মুলুকে মর্মান্তিক দুর্ঘটনা
ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ল গাড়ি, আহত ২০

ওয়াশিংটন, ২২ নভেম্বর : ভয়াবহ দুর্ঘটনা ঘটল আমেরিকার ওয়াকেশা শহরে। একটি ক্রিসমাস প্যারেডের মধ্য দিয়ে দ্রুত গতিতে একটি  গাড়ি কিছু লোককে পিষে দিয়ে বেরিয়ে যায়। ঘটনায় হতাহতের সংখ্যা কমপক্ষে ২০ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে রয়েছে বেশ কয়েকটি শিশুও। ঠিক কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা অবশ্য এখনও স্পষ্ট নয়। কতজনের মৃত্যু হয়েছে, তাও এখনও জানা সম্ভব হয়নি। করোনা অতিমারি কাটিয়ে আস্তে-আস্তে ছন্দে ফিরছে জীবন। ফলে এদিন অনেক মানুষই ওই বার্ষিক রীতিতে অংশ নিতে উপস্থিত হয়েছিলেন রাস্তায়। জোর কদমে চলছিল নাচ-গান। সেই সময় আচমকা ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ে ঘাতক গাড়িটি। ইতিমধ্যেই স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই ঘটনার ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, কীভাবে পরপর কয়েক জনকে পিষে দিয়ে বেরিয়ে যাচ্ছে গাড়িটি। এমনকী ঘাতক ওই গাড়ির বেপরোয়া গতিও লক্ষ্য করা যাচ্ছে ভিডিওটিতে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। এদিকে, ওয়াকেশার পুলিস আধিকারিক ড্যান থম্পসন জানান, যে ঘটনায় জড়িত থাকা সন্দেহে একজন ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে। মেয়র শন রিলি জানান, উৎসবের পরিবেশে এই দুর্ঘটনা ঘটেছে। এদিন বাবা-মায়ের হাত ধরে অনেক শিশু রাস্তায় বেরিয়ে ছিল। হাসিমুখেই ঘুরছিল তারা। অনেকের মাথায় বা বুকে চোট লেগেছে বলেও জানিয়েছেন তিনি।

22nd     November,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ