বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

হয় ইসলাম গ্রহণ, নয় দেশত্যাগ
আফগানিস্তানে শিখদের বার্তা তালিবানের

কাবুল: নিরাপত্তার অভাবে ক্রমশ কোণঠাসা আফগানিস্তানের শিখ সম্প্রদায়ের নাগরিকরা। পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে, যাতে সে দেশে শিখদের বাস এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে। ‘ইসলাম গ্রহণ করতে হবে,অথবা ছাড়তে হবে দেশ।’ আফগানিস্তানে তালিবান রাজ প্রতিষ্ঠা হওয়ার পর এমনই আশঙ্কা প্রকাশ করা হয়েছে ইন্টার ন্যাশনাল ফোরাম ফর রাইটস অ্যান্ড সিকিউরিটির রিপোর্টে। এই প্রথম নয়, পূর্বতন সরকারের আমলেও শিখদের অবস্থা যে খুব একটা ভালো ছিল তা নয়। এক সময় বড় অংশের শিখ সম্প্রদায়ের মানুষের বাস ছিল আফগানিস্তানে। সাম্প্রদায়িক উত্তেজনা বাড়তে থাকায় দেশ ছেড়েছেন অনেকে। তবে তালিবান ক্ষমতায় আসার পর পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। এখনও রাজধানী কাবুল, গজনি ও নানগারহা প্রদেশের কিছু অংশে শিখ সম্প্রদায়ের মানুষের বাস রয়েছে। তাঁরাও চরম উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন। 
বহু শতাব্দী ধরে আফগানিস্তানে বাস করছেন শিখরা। কিন্তু তাঁদের উপযুক্ত নিরাপত্তা দিয়ে ব্যর্থ হয়েছে প্রশাসন। ১৯৯০ সালের আশপাশে শিখ সম্প্রদায়ের বহু মানুষের জায়গা, বাড়ি বেদখল হয়ে গিয়েছে। সরকার তা ফিরিয়ে দিতে ব্যর্থ। এরপর ২০২০ সালের ২৬ মার্চ গুরুদ্বারে হত্যাকাণ্ডের পর বহু শিখ আফগানিস্তান ছেড়ে ভারতে চলে আসেন। ইন্টারন্যাশনাল ফোরাম ফর রাইটস অ্যান্ড সিকিউরিটির রিপোর্টে সে কথা উল্লেখ করা হয়েছে। সেখানে স্পষ্ট ভাবে বলা হয়েছে, যাঁরা সুন্নি মুসলিম নয়, তাঁদের জোর করে  ধর্মান্তরিত করা হচ্ছে। রাজি না হলে হত্যা করা হচ্ছে। সমীক্ষদের মতে, সামাজিক বা ধর্মীয় বৈচিত্র্য পছন্দ নয় তালিবদের। ফলে সংখ্যালঘু সমাজ অচিরেই ধ্বংস হবে সে দেশে।  অধিকার রক্ষার দাবিতে মহিলাদের মিছিল। সেই খবর করতে গিয়ে আফগানিস্তানের কাবুলে তালিবানের হাতে হেনস্তার শিকার সাংবাদিকরা। এএফপির তোলা ছবি।

24th     October,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ