বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

পরিকল্পনা করেই ভোটের আগে দেশে
অশান্তির চেষ্টা: বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর হাসিনা সরকার

নয়াদিল্লি ও কলকাতা: ২০২৩ সালে বাংলাদেশে সাধারণ নির্বাচন। তার আগে দেশে অশান্তি ও সম্প্রীতির পরিবেশ নষ্টের চেষ্টা চলছে। একের পর হিন্দু মন্দির ও বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ‘পরিকল্পিত’ বলে দাবি করলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কমল। তিনি বলেন, দেশের শান্তি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে কিছু স্বার্থান্বেষী মানুষ একাজ করছে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।’ একইসঙ্গে তাঁর আশ্বাস, অশুভ শক্তিকে পরাজিত করা এবং যে কোনও মূল্যে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা বজায় রাখতে সরকার বদ্ধপরিকর। হামলার ঘটনায় ইতিমধ্যেই চার হাজারেরও বেশি মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বাংলাদেশ পুলিস। মন্ত্রীর কথায়, দেশের সংখ্যালঘুদের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। তাঁদের নিরাপত্তায় সবরকম ব্যবস্থা নিয়েছে সরকার। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাস সত্ত্বেও রংপুর জেলায় হিন্দুদের ঘরবাড়ি ভাঙচুর ও জ্বালিয়ে দেওয়ার ঘটনা প্রকাশ্যে এসেছে। সোমবার পুলিস জানিয়েছে, রংপুরের পীরগঞ্জে হিন্দুদের ৬৬টি বাড়ি ভাঙচুর এবং ২০টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া দেয় দুষ্কৃতীরা। তবে কারও মৃত্যু হয়নি। এ ঘটনায় এখনও পর্যন্ত ৫২ জনকে গ্রেপ্তার করেছে পুলিস। সোশ্যাল মিডিয়ায় একটি ‘উস্কানিমূলক’ পোস্ট ঘিরে এই ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিসের। 
অন্যদিকে, কুমিল্লার ঘটনায় পুজো কমিটির কাছে সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিভিন্ন মন্দিরে হামলার পিছনে বিএনপি ও জামাত যোগের সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। দুর্গাপুজোর মণ্ডপে হামলা কারা চালিয়েছে? আসাদুজ্জামান বলেন, ‘কী কারণে হামলা, তা এখনই বলা সম্ভব নয়। কেননা এখনও পর্যন্ত সঠিক প্রমাণ সরকারের হাতে আসেনি।’ গত শুক্রবার থেকে বাংলাদেশের কুমিল্লা, চাঁদপুর, চট্টগ্রাম, গাজিপুর, চাঁপাই নবাবগঞ্জ এবং মৌলবীবাজারের বিভিন্ন এলাকায় হামলার ঘটনা ঘটতে শুরু করে। দুর্গাপুজো মণ্ডপ থেকে শুরু করে বিভিন্ন মন্দির এমনকী ইসকনের মন্দিরেও হামলা চালায় দুষ্কৃতীরা। ভাঙচুর ও লুটপাট চালানো হয় সংখ্যালঘু সম্প্রদায়ের ঘর বাড়ি ও দোকানেও। মৃত্যু হয় পাঁচজনের। পুলিসের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষে শতাধিক মানুষ জখম হন। প্রতিবেশী দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ভারত। শেখ হাসিনার সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায় দিল্লি। এদিকে দেশে সাম্প্রদায়িক হিংসা নিয়ে ঘরে-বাইরে চাপে রয়েছে শেখ হাসিনার সরকার। কয়েকজন পুলিস আধিকারিককে বদলি করা হয়েছে। সেই তালিকায় রয়েছেন রংপুর এবং ফেনি জেলার পুলিস সুপার, চট্টগ্রাম ও সিলেটের উপ পুলিস কমিশনার এবং ঢাকার পুলিসের তিনজন মহাপরিদর্শক। হিন্দুদের মন্দির ও বাড়িতে হামলার ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে ইসকন। সোমবার সকালে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন গড়ে প্রতিবাদে শামিল হন ইসকন ভক্তরা। ইসকনের সভাপতি সত্যরঞ্জন বাড়ুই বলেন, ‘বাংলাদেশ হিন্দু সম্প্রদায়েরও। এক শ্রেণির মানুষ নানা অজুহাতে হামলা চালিয়ে হিন্দুদের দেশছাড়া করতে চায়, সরকারের উচিত তাদের খুঁজে বের করে কঠোর শাস্তি দেওয়া।’ 

19th     October,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ