বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

আজ ভারতে ডেনমার্কের প্রধানমন্ত্রী,
আলোচনা হবে কিম ডেভির প্রত্যর্পণ নিয়ে

 

নয়াদিল্লি: তিনদিনের (৯-১১ অক্টোবর) ভারত সফরে আজ, শনিবার ভারতে পা রাখছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করার পাশাপাশি একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। ফ্রেডরিকসনের এই সফরের আবহে ১৯৯৫ সালে পুরুলিয়া অস্ত্রবর্ষণ মামলায় অন্যতম অভিযুক্ত কিম ডেভির প্রত্যর্পণ নিয়ে কথা চালিয়ে যেতে চাইছে নয়াদিল্লি। অন্তত এমনটাই জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী। তিনি জানান, কোভিড পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর এই প্রথম কোনও বিদেশি রাষ্ট্রনেতা ভারত সফরে আসছেন। সেদিক থেকে দেখতে গেলে ফ্রেডরিকসনের এই সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ। এরপরই কিম ডেভির প্রত্যর্পণ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিষয়টির উপর আমাদের নজর রয়েছে। আমাদের এজেন্ডাতেও বিষয়টি রাখা হয়েছে। অতীতেও আমরা এই ইস্যুতে সরব হয়েছি। আগামী দিনেও এনিয়ে কথা চালিয়ে যাওয়া হবে।’ প্রধানমন্ত্রীর মোদির সঙ্গে বৈঠকে কি বিষয়টি উত্থাপন করা হবে? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আলোচনা হওয়ার আগেই তা নিয়ে কোনও মন্তব্য করতে চাই না।’

9th     October,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ