বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

ইমরান খান সেনার হাতের ‘পুতুল’, নিন্দা তালিবানের

নয়াদিল্লি: রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় আফগানিস্তানের তালিবান সরকারের পক্ষে জোরালো সওয়াল করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। যদিও ‘বন্ধুত্বে’র এই বার্তা তাঁর কাছে ব্যুমেরাং হয়ে ফিরল। ইমরানকে রীতিমতো তুলোধোনা করলেন অক তালিবান মুখপাত্র। তাঁর দাবি, ইমরান খান পাকিস্তানের সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত নন, তিনি পাক সেনার ‘পুতুল’। এক সাক্ষাৎকারে এই তালিবান মুখপাত্র সাফ জানিয়ে দিয়েছেন, পাকিস্তান যেন আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলায়। ফ্রাইডে টাইমসে প্রকাশিত হয়েছে এই সাক্ষাৎকার সংক্রান্ত রিপোর্ট। এর আগে বুধবার এক সাক্ষাৎকারে ইমরান খান বলেছিলেন, সরকার ‘পুতুল’ হয়ে পড়লে আফগানিস্তান টিকে থাকতে পারবে না। পাল্টা  সাক্ষাৎকারে তালিবান মুখপাত্র বললেন, আমরা অন্য কোনও দেশের বিষয়ে ঢুকি না। ঠিক তেমনই আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কেউ হস্তক্ষেপ করুক, আমরা তা চাই না। ইমরান খান বলছেন, আফগানিস্তানে সব শ্রেণির প্রতিনিধিত্ব থাকা সরকার চাই। ঘটনা হল, পাকিস্তান নিজেই গভীর সঙ্কটে রয়েছে। বহু সমস্যায় জর্জরিত। ইমরান খান নিজেই নির্বাচিত নেতা নন। পাকিস্তানের সাধারণ মানুষের সম্মতিতে তিনি প্রধানমন্ত্রী হননি। পাকিস্তানের মানুষই বলছেন, বর্তমান সরকার সেনাবাহিনীর হাতের পুতুল। পাকিস্তানের মানুষকে সামগ্রিকভাবে মৌলিক অধিকারগুলি থেকে বঞ্চিত করে রাখা হয়েছে। সেদেশের সব শ্রেণির মানুষ বর্তমান সরকারের কাজকর্মে খুশি নন। সেকারণেই এই সরকারকে সেনার হাতের পুতুল বলে ডাকছেন তাঁরা। বৃহত্তর প্রেক্ষিতে দেখলে তাঁরা সঠিক কথাই বলছেন। এটাই বস্তব। আমাদের সরকারের কাজকর্মে কেউ হস্তক্ষেপ করুক, তালিবান তা মেনে নেবে না। প্রত্যেকের উচিত নিজের দেশের দিকে নজর দেওয়া। মানুষের সমস্যাগুলির সমাধান করা। পাকিস্তানেও বহু সমস্যা রয়েছে। কিন্তু আমরা কখনও সেসব নিয়ে কিছু বলিনি। কারণ, আমরা পাকিস্তানের সার্বভৌমত্বকে সম্মান করি। আমরা চাই, পাকিস্তানও আমাদের সম্পর্কে সেই সম্মান দেখাক।  

26th     September,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ