বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

স্বাধীন পূর্ব তুর্কিস্তানের লক্ষ্যে চীনের বিরুদ্ধে শক্তি বাড়াচ্ছে তালিবান মদতপুষ্ট ইটিআইএম

নয়াদিল্লি: আগুন নিয়ে খেলতে গিয়ে নিজেরই ঘর পোড়ার জোগাড়!  আফগানিস্তানের পরিবর্তিত পরিস্থিতির পর এখন এমনই অবস্থা চীনের। জিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলিমদের অত্যাচারকে সামনে রেখে মাথাচা‌ড়া দিচ্ছে চীন-বিরোধী জেহাদ। সন্ত্রাসবাদী সব শক্তিগুলিকে সংগঠিত করার ক্ষেত্রে মূল কারিগরের ভূমিকায় দেখা যাচ্ছে ইটিআইএম (ইস্টার্ন তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট)’কে। আফগান থেকে মার্কিনবাহিনী সরে যাওয়া, তালিবানি শাসন কায়েম তাদের বাড়তি অক্সিজেন জুগিয়েছে। তার উপর আমেরিকার প্রবল চীন-বিরোধিতাও অনেকটাই পুষ্ট করেছে ইটিআইএমকে। তাদের উপর থেকে ‘জঙ্গি সংগঠন’-এর তকমাও মুছে দিয়েছে মার্কিন প্রশাসন। সব মিলিয়ে তালিবানকে মদত দেওয়া চীনের কৌশলনীতি এখন পুরোপুরি বুমেরাং হতে বসেছে। ইটিআইএম সাফ জানিয়ে দিয়েছে, উইঘুর মুসলিমদের উপর অনেক অত্যাচার, নির্যাতন করেছে চীন সরকার। আর নয়। আমাদের মাতৃভূমির উপর খবরদারি করছে তারা। সেখান থেকে এবার হাত উঠিয়ে নিক চীন। চীনের জাতশত্রু ইটিআইএম। এটি মূলত পূর্ব তুর্কিস্তানের মুসলিমদের অধিকার রক্ষার জেহাদি সংগঠন। প্রতিষ্ঠাতা ছিলেন হাসান মাহসুম। ২০০৩ সালে পাক সেনাবাহিনী তাঁকে মেরে ফেলে। তারপর থেকে পাকিস্তানের উপর ইটিআইএমের রাগ কম নয়। আবার প্রতিষ্ঠার শুরু থেকে তালিবানে সঙ্গে তাদের মধুর সম্পর্ক সর্বজনবিদিত। বর্তমানে সংগঠনের দায়িত্ব সামলাচ্ছেন আব্দুল হক। তিনি আবার আল কায়েদার শুরা কাউন্সিলের সক্রিয় সদস্য। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ একবার এই সংগঠনটি সম্পর্কে বলতে গিয়ে মন্তব্য করেছিল—চীনের অভ্যন্তরে ‘স্বাধীন পূর্ব তুর্কিস্তান’ প্রতিষ্ঠার লক্ষ্যে ইটিআইএমের যাবতীয় সহিংস কার্যকলাপ। আক্ষরিক অর্থে যা জেহাদি সংগঠন। আফগানিস্তানের পট-পরিবর্তনে এখন তেড়েফুঁ঩ড়ে উঠছে ইটিআইএম। এমনিতেই জিনজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের উপর অকথ্য অত্যাচারের কাহিনি গোটা দুনিয়ায় নিন্দিত হয়েছে। তারউপর ইটিআইএম সম্পর্কে মার্কিন প্রশাসনের নীতিগত অবস্থান বদল, আব্দুল হককে বাড়তি হাওয়া জোগাচ্ছে বলে মনে করা হচ্ছে। এদিকে, চীন প্রথম থেকেই আফগান ইস্যুতে তালিবানের পাশে দাঁড়িয়েছিল। কিন্তু বেজিংকে খুব একটা বেশি নাক গলাতে দিতে রাজি নয় তালিবান। আর তাতেই বাড়তি উৎসাহ নিয়ে নতুন করে জেহাদি কার্যকলাপ সংগঠিত করছে ইটিআইএম। তাদের এক মুখপাত্র বলেছেন, ‘চীন শুধু আমাদেরই নয়, বিশ্ব মানবতার শত্রু। গোটা দুনিয়া জানে পূর্ব তুর্কিস্তানের জমি উইঘুর মুসলিমদের। সেখানে চীনের শাসন আমরা কিছুতেই মেনে নেব না।’ 

26th     September,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ