বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

অনলাইনে স্পার্ম কিনে ‘ই-বেবি’র
জন্ম দিলেন লন্ডনের স্টেফেনি টেলর

লন্ডন: টেস্ট টিউব বেবির ধারণা এখন আটপৌরে। বহু চর্চিত। কিন্তু ডিজিটাল জমানায় ‘ই-বেবি’ সম্ভবত নতুন আবিষ্কার। ইন্টারনেট সার্চ করে অভিনব পদ্ধতিতে শিশুর জন্ম দেওয়ার উদাহরণ বিশ্বে বিরল। তেমনি ব্যতিক্রমী ঘটনা ঘটালেন লন্ডনের এক মহিলা। স্টেফেনি টেলর, বয়স ৩৩। তাঁর রয়েছে পাঁচ বছরের এক পুত্র সন্তান। যার বাবা তাঁর প্রাক্তন সঙ্গী। সংসারে আরও একটি সদস্য আনতে চেয়েছিলেন স্টেফেনি। চাইছিলেন সন্তান। কিন্তু তার জন্য কারও সঙ্গে সম্পর্কে যেতে চাননি তিনি। মাত্রাতিরিক্ত খরচের জন্য যেতে চাননি কোনও বেসরকারি ফার্টিলিটি সেন্টারেও। তাহলে উপায়? ইন্টারনেটে সার্চ করেন ‘জাস্ট এ বেবি অ্যাপ’। সেখান থেকে যোগাযোগ করেন এক স্পার্ম ডোনারের সঙ্গে। অনলাইন স্টোর 
থেকে কেনেন, ‘গর্ভধারণ কিট’। ইউটিউব টিউটোরিয়াল দেখে রপ্ত করেন কৃত্রিম গর্ভধারণ প্রক্রিয়া। প্রায় তিন সপ্তাহ কথা বলার পর স্পার্ম দিতে রাজি হন ডোনার। ২০২০ সালের জানুয়ারি মাস নাগাদ বাড়িতে এসে স্পার্ম দিয়ে যান তিনি। ‘গর্ভধারণ কিট’ ব্যবহার করে প্রথম প্রচেষ্টায় সফল হন স্টেফেনি। কিছু দিন পর জানা যায় 
তিনি অন্তঃসত্ত্বা। অক্টোবর মাসে এক শিশুকন্যার জন্ম দেন তিনি। নাম এডনা। এই ঘটনায় উচ্ছ্বসিত ডোনারও। তিনি জানান, ‘স্টেফেনি আরও সন্তান চাইলে এগিয়ে আসব।’ স্টেফেনি বলেন, ‘আমার শিশুকন্যাকে আপনারা বলতে পারেন প্রকৃত অনলাইন বেবি—একটি  মিরাকল!’। 

22nd     September,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ