বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

কাবুল পুরসভার মহিলা কর্মীদের কাজে আসতে বারণ

কাবুল: মহিলা কর্মীদের উপর নেমে এল বড়সড় কোপ। কাবুলের স্থানীয় প্রশাসনিক দপ্তরে কাজে আসতে বারণ করে দেওয়া হল মহিলা কর্মীদের। পরবর্তী নোটিস জারি না হওয়া পর্যন্ত তাঁদের বাড়িতে থাকতে বলা হয়েছে। তবে যে সব কাজে মহিলাদের বদলে পুরুষ কর্মীদের নেওয়া সম্ভব নয়, সেখানে মহিলাদেরই বহাল রাখা হয়েছে। রবিবার এই সংক্রান্ত নির্দেশিকা জারি হয়েছে। কাবুলের অন্তর্বর্তী মেয়র হামিদুল্লা নামোনি ক্ষমতায় আসার পর রবিবারই প্রথম সাংবাদিক সম্মেলন করেন। তিনি বলেন, তালিবান ক্ষমতা দখলের আগে শহরে হাজার খানেকের মতো মহিলা কর্মী ছিলেন। যদিও তিনি স্পষ্ট করেননি, কতজন কর্মীকে বাড়িতে থাকতে বলা হয়েছে। এদিকে শুক্রবার দেশের মহিলা বিষয়ক মন্ত্রক তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় তালিবান সরকার। তার প্রতিবাদ জানিয়ে রবিবার মন্ত্রকের বাইরে জড়ো হন ডজন খানেক মহিলা। সরকারে মহিলাদের অন্তর্ভুক্ত না করার প্রতিবাদ জানান তাঁরা। তাঁদের কথায়, ‘যে সমাজে মহিলারা সক্রিয় নন, সে সমাজ মৃত।’

20th     September,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ