বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

কোলাহলমুখর বাজার এখন ফাঁকা
মাঠ, পঞ্জশির যেন ভূতুড়ে উপত্যকা 

পঞ্জশির: ইতিউতি কয়েকটা দোকান আর গুমটি খোলা রয়েছে। আর রয়েছে কয়েকটা বেকারি। ওইটুকু বাদ দিলে পুরো বাজারটাই খাঁ খাঁ করছে। একসময় লোকজনের কোলাহলে গমগম করত পঞ্জশিরের এই বাজার। এখন তালিবান আগ্রাসনে সব কেমন নিস্তেজ হয়ে গিয়েছে। একটি বন্ধ দোকানের সামনে দাঁড়িয়ে বছর তিরিশের আব্দুল ওয়াজিদ বললেন, ‘সবাই চলে গিয়েছেন। শুধু প্রবীণরাই থেকে গিয়েছেন। আর রয়ে গিয়েছেন গরিব মানুষ। যাঁদের অন্যত্র যাওয়ার সামর্থ নেই।’ তিনি নিজেও শুধুমাত্র পৈতৃক ভিটে আগলে রাখার তাগিদেই পঞ্জশিরে রয়ে গিয়েছেন বলে জানালেন ওই আফগান যুবক। বর্তমানে গোটা পঞ্জশিরই কার্যত ‘ভূতুড়ে’ উপত্যকায় পরিণত হয়েছে। আফগান প্রতিরোধ বাহিনী শেষ রক্তবিন্দু দিয়ে তালিবানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিলেও বাস্তব ছবি কিন্তু অন্য কথা বলছে। পাহাড় ঘেরা এই নৈসর্গিক প্রদেশ আজ পরিত্যক্ত জনপদের চেহারা নিয়েছে। গ্রামগুলিতে প্রাণী বলতে শুধু কিছু প্রবীণ মানুষ আর গবাদি পশু। পাহাড়ের কোলে খেঞ্জ জেলার একটি গ্রামে বাসিন্দা মাঝবয়সি আব্দুল গফ্ফর জানালেন, ‘আগে আমাদের গ্রামে ১০০ পরিবারের বাস ছিল। এখন আমরা জনা তিনেক লোকে এসে ঠেকেছি। বাকিরা সবাই চলে গিয়েছেন।’ পাহাড়ি নদীর ধার বরাবর সবুজ ঘেরা মালাপসা উপত্যকায় একসময় স্থানীয়দের ভিড় লেগেই থাকত। আজ সেখানে রয়ে গিয়েছেন ৬৭ বছর খোল মহম্মদ ও তাঁর পোষা গাধা। প্রতিবন্ধী ওই বৃদ্ধ জানালেন, তিনি ছাড়া কাছেপিঠে আর কয়েকজন রয়েছেন ঠিকই। তবে প্রায় ৮০টি পরিবার এখান থেকে পাততাড়ি গুটিয়েছেন। স্থানীয়রা দাবি করেছেন, উপত্যকায় নৃশংস হত্যালীলা চালিয়েছে তালিবান। খেঞ্জের এক প্রবীণ বলেন, ‘স্টিয়ারিংয়ে বসা অবস্থায় এক গাড়িচালককে গুলি করে খুন করেছে তালিবান। আবার সন্তানের জন্য খাবার আনতে বেরনো এক বাবাকেও একই ভাবে হত্যা করা হয়েছে।’ জানা গিয়েছে, প্রতিরোধ বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ের মধ্যে পড়ে মৃত্যু হওয়া সাধারণ মানুষকে বাদ দিয়ে খেঞ্জ ও সংলগ্ন বাজারাকের অন্তত ১৯ জন বাসিন্দাকে নানা অজুহাতে খুন করেছে তালিব বাহিনী। সন্ত্রস্ত মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। আর তাই তাঁরা ফের কাবুলের দিকে পা বাড়াচ্ছেন বলেই জানিয়েছেন পঞ্জশিরবাসী।
 কাবুলের এক মসজিদে প্রবেশের আগে তল্লাশি করছে তালিবান যোদ্ধা। ছবি: এএফপি

19th     September,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ