বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

 
এই প্রথম ইংল্যান্ডে বসল স্বামীজির মূর্তি

নিজস্ব সংবাদদাতা, লন্ডন: ইংল্যান্ডে এই প্রথমবার বসল স্বামী বিবেকানন্দের মূর্তি। গত ২৮ জুলাই লন্ডনের হ্যারো আর্টস সেন্টারের বাইরে মূর্তিটি বসেছে। ১২৫ বছর আগে ইংল্যান্ডে প্রথমবার পদার্পণ করেছিলেন স্বামীজি। তাঁর ব্রিটেন আগমনকে স্মরণীয় রাখতে পাথরের তৈরি আবক্ষ মূর্তিটি বসানো হয়েছে। তবে বিবেকানন্দের মূর্তি বসানোর প্রধান উদ্যোক্তা ছিলেন প্রাক্তন মেয়র ইন কাউন্সিলার মৃণাল চৌধুরী। কিন্তু গত বছরের ১আগস্ট তিনি মারা যান। গত ২৮ জুলাই স্বামীজির মূর্তিটির উন্মোচন করেন হ্যারোর মেয়র ঘজনফার আলি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ডেপুটি মেয়র শশীকলা সুরেশ, ভারতীয় হাইকমিশনের কো-অর্ডিনেশন মিনিস্টার মনমিত সিং নারান এবং ইংল্যান্ডে রামকৃষ্ণ বেদান্ত মঠের স্বামী সর্বাস্থানন্দ প্রমুখ। ১৮৯৫ এবং ১৮৯৬ সালে দু’বার ইংল্যান্ডে এসেছিলেন স্বামীজি। বক্তৃতাও দিয়েছিলেন তিনি। ১৮৯৫ সালের নভেম্বর মাসে সিস্টার নিবেদিতার সঙ্গে পরিচয় হয় স্বামীজির। 

4th     August,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ