বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

ভারতের হাতে আসছে জাহাজ ধ্বংসকারী হারপুন
ক্ষেপণাস্ত্র, বিক্রিতে সম্মতি দিল আমেরিকা

ওয়াশিংটন: জাহাজ বিধ্বংসী অত্যাধুনিক হারপুন ক্ষেপণাস্ত্র পাচ্ছে ভারত।  সোমবার দিল্লিকে এই ক্ষেপণাস্ত্র বিক্রিতে সুবজ সঙ্কেত দিয়েছে বাইডেন প্রশাসন। কিনতে খরচ পড়বে ৮ কোটি ২০ লক্ষ ডলার। ভারতের কাছে হারপুন বিক্রির জন্য মার্কিন কংগ্রেসের কাছে প্রয়োজনীয় ছাড়পত্র চেয়েছিল পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কো-অপারশেন এজেন্সি (ডিএসসিএ)। পেন্টাগন জানিয়েছে, একটি হারপুন জয়েন্ট কমন টেস্ট সেট (জেসিটিএস) কেনার জন্য আবেদন করেছিল ভারত। এর ছাড়পত্র মিলেছে। এই প্যাকেজে ক্ষেপণাস্ত্রের রক্ষণাবেক্ষণ, যন্ত্রাংশ, পরীক্ষা, প্রশিক্ষণ থেকে প্রযুক্তিগত সাহায্য করবে আমেরিকা। সব মিলিয়ে খরচ পড়বে ৮ কোটি ২০ লক্ষ মার্কিন ডলার। ওয়াশিংটন জানিয়েছে, নয়া এই চুক্তির ফলে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে দু’দেশের সম্পর্ক আরও মজবুত হবে। উল্লেখ্য, ২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমেরিকা সফরে ভারতকে ‘ডিফেন্স পার্টনার’ হিসেবে ঘোষণা করেছিল ওয়াশিংটন। এদিকে ভারতের হাতে হারপুন ক্ষেপণাস্ত্র  এলে তা চীন ও পাকিস্তানের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। হারপুন ক্ষেপণাস্ত্রের নির্মাণকারী সংস্থা হল বোয়িং ও সেন্ট লুইস। বিশ্বের সবথেকে ভয়ঙ্কর জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হিসেবে ধরা হয় হারপুনকে। ১৯৭৭ সালে এটি তৈরি করে মার্কিন যুক্তরাষ্ট্র। যে কোনও আবহাওয়া এবং বিশ্বের যে কোনও প্রান্তে সমানভাবে কাজ করতে পারে এই ক্ষেপণাস্ত্র। রেডার ফাঁকি দিয়ে হারপুন খুবই নীচু দিয়ে উড়ে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। বর্তমানে বিশ্বের ৩০টিরও বেশি দেশের কাছে রয়েছে এই ক্ষেপণাস্ত্র। 

4th     August,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ