বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

চাঁদ থেকে ফিরেও কাস্টমসের
লাইনে আর্মস্ট্রং-অলড্রিনরা

ফ্লোরিডা: বিমানবন্দরে কাস্টমসের লাইনের কথা অনেকেই জানেন। ভিন দেশ বা রাজ্য থেকে কোনও পণ্য আনলে প্রয়োজন শুল্কদপ্তরের ছাড়পত্র। কিন্তু, সেই দেশ যদি হয় চাঁদের বুড়ির! ধূসর, শব্দহীন, নিকষ অন্ধকারে মোড়া এক অজানা চরাচর। সেখান থেকে ফিরলেও কী লাইন দিতে হবে কাস্টমসে? উদ্ভট মনে হলেও এই প্রশ্নের জবাব, হ্যাঁ। চাঁদের তল্লাটে প্রথম পা রাখা ব্যক্তিদেরও আর পাঁচজন সাধারণ বিমানযাত্রীদের মতো সই করতে হয়েছিল কাস্টমসের ফর্মে। সে আজ থেকে ৫২ বছর আগের কথা।  সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উঠে এল সেই ফর্মের ছবি। সৌজন্যে চন্দ্রপৃষ্ঠে পা রাখা দ্বিতীয় মহাকাশচারী এডউইন ‘বাজ’ অলড্রিন।
তারিখটা কয়েকদিন আগের, ২৪ জুলাই। সাল ১৯৬৯। চন্দ্রবিজয় করে সবে ফিরেছেন ‘অ্যাপোলো ১১’-র তিন মহাকাশচারী—নীল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন ও মাইকেল কলিন্স। ৮ দিনের মহাকাশযাত্রা। মাঝে ২০ জুলাই প্রায় ২২ ঘণ্টা কেটেছে চাঁদে। উত্তেজনা ও ধকলে কাবু তিনজনে। কিন্তু, সরকারি নিয়ম বড় বালাই! পৃথিবীতে নামার পর কোথায় তাঁদের সংবর্ধনা দেওয়া হবে, তা নয় যেতে হল কাস্টমসের লাইনে। সেখান থেকে ফিরে এসে তারপর ফুল-মালার পালা। এতদিন পর সেই অভিজ্ঞতা নিয়েই ট্যুইটারে রসিকতা করেছেন ‘অ্যাপোলো ১১’-র চালক অলড্রিন। লিখেছেন, ‘একবার ভাবুন, আটদিন আমরা মহাকাশে কাটিয়েছি। প্রায় ২২ ঘণ্টা চাঁদে ছিলাম। বাড়ি মানে পৃথিবীতে ফিরেছিলাম কেবল কাস্টমসে যেতে হবে বলে।’ সঙ্গে দেওয়া ছবিতে দেখা যাচ্ছে ‘জেনারেল ডিক্লারেশন’ শীর্ষক ফর্মটি। সেখানে জ্বলজ্বল করছে কোথা থেকে তাঁরা আসছেন সেই নাম—চাঁদ। সঙ্গে মালপত্রের বিবরণ, ‘মুন রক অ্যান্ড মুন ডাস্ট স্যাম্পলস’ (চাঁদের পাথর এবং ধুলোর নমুনা)। আর্মস্ট্রং, অলড্রিন এবং কলিন্স তিনজনেরই সই রয়েছে তাতে। উল্লেখ্য, কলিন্স চাঁদে পা রাখেননি। ২০০৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন ওয়েবসাইটে এই ফর্মটি প্রকাশ করা হয়েছিল। চেনাজানা ইতিহাসের মধ্যে লুকিয়ে থাকা টুকরো মজার খোরাক চোখ এড়ায়নি নেটিজেনদের। অলড্রিনের এই ট্যুইট এখন ভাইরাল। নানা টিপ্পনিও উড়ে এসেছে। একজন বলেছেন, ‘কিছু জিনিস ইতিহাসের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন, পেপারওয়ার্ক। ওঁরা এই ফর্ম পূরণ না করলে কি হতো? মহাকাশে ফেরত পাঠিয়ে দিত?’ কারও আবার ঠাট্টা, ‘এসব আসলে মহাকাশচারীদের অটোগ্রাফ সংগ্রহের কায়দা।’ এমন কাণ্ডকারখানার হদিশ উস্কে দিয়েছে মহাকাশপ্রেমীদের কৌতূহলও।  অলড্রিনের ট্যুইটার থেকে প্রাপ্ত ছবি। 

31st     July,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ