বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

২ চীনা নাগরিককে লক্ষ্য করে
গুলি করাচিতে, উত্তেজনা

করাচি: আইইডি বিস্ফোরণের পর এবার গুলি। পাকিস্তানে চীনা নাগরিকদের উপর হামলা থামার নাম নেই। গত ১৪ জুলাই খাইবার পাখতুনওয়া প্রদেশে চীনা ইঞ্জিনিয়ারদের বাসে আইইডি হামলা চালিয়েছিল জঙ্গিরা। ঘটনায় কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়। এঁদের মধ্যে ন’জনই ছিলেন চীনা নাগরিক। তারপর দু’সপ্তাহ কাটতে না কাটতেই ফের হামলা। বুধবার বন্দর শহর করাচিতে দুই চীনা নাগরিককে লক্ষ্য করে গুলি চালাল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। দু’জনে একটি কারখানায় কাজ করতে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাস্তায় আচমকাই তাঁদের লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। তারপর তারা মোটর সাইকেলে চড়ে পালিয়ে যায়। গুলিতে গুরুতর জখম হয়েছেন একজন। করাচির অসমারিক হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। করাচি পুলিসের পক্ষ থেকে জাভেদ আখতার জানিয়েছেন, ‘কী কারণে এই হামলা, তা এখনও পরিষ্কার নয়। পুলিস তদন্ত শুরু করেছে।’
চীনা নাগরিকদের উপর বারবার হামলার পরেও ইসলামাবাদের পাশে দাঁড়িয়েছে বেজিং। এদিন  চীনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান জানিয়েছেন, ‘এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। চীনা নাগরিক এবং সম্পত্তির নিরাপত্তার ব্যাপারে পাকিস্তানি প্রশাসনের উপর আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে।’ 

29th     July,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ