বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

নজরদারির চেষ্টা হয়েছিল ইমরান
খানের ফোনেও, তদন্তে পাক সরকার

ইসলামাবাদ: ফোনে আড়ি পাতার আতঙ্ক এবার পাকিস্তানেও। ‘পেগাসাস’-এর নজরদারির সম্ভাব্য তালিকায় ঢুকে পড়লেন স্বয়ং প্রধানমন্ত্রী ইমরান খান। তাঁর ফোনেও আড়ি পাতার চেষ্টা হয়েছিল বলে জানিয়েছে পাক সরকার। আরও ১০০ জন ব্যক্তির ফোন নম্বর টার্গেটে ছিল পেগাসাসের। ইমরানের ফোনে আড়ি পাতা সফল হয়েছিল কি না, তা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে পাক সরকার। অন্যদিকে, ফরাসি সাংবাদিকদের ফোনে আড়ি পাতা নিয়ে বিশেষ তদন্ত শুরু হচ্ছে ফ্রান্সে। মরক্কোর গোয়েন্দা সংস্থা তাঁদের ফোনে এই ম্যালওয়‌্যার হানা চালাচ্ছে বলেই অভিযোগ তুলেছে সেদেশের সংবাদমাধ্যম। মরক্কো প্রশাসনের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। পেগাসাস প্রজেক্ট নিয়ে সরব হয়েছেন বেআইনি   মার্কিন নজরদারির বিরুদ্ধে সরব হওয়া  ‘হুইসলব্লোয়ার’ এডওয়ার্ড স্নোডেন। জানিয়েছেন, আন্তর্জাতিক স্তরে এই স্পাইওয়্যারের বেচাকেনা নিষিদ্ধ করা উচিত সরকারগুলির। নয়তো হ্যাকারদের হাত থেকে বিশ্বের কোনও মোবাইল ফোনই সুরক্ষিত থাকবে না। 

21st     July,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ