বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

বিপুল জয়, ইরানের নতুন
প্রেসিডেন্ট হচ্ছেন রেইসি

দুবাই: ইরানের প্রেসিডেন্ট হতে চলেছেন সুপ্রিম নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের স্নেহধন্য বিচারবিভাগের কট্টরপন্থী প্রধান ইব্রাহিম রেইসি। রেইসিই হতে চলেছেন মার্কিন নিষিদ্ধ তালিকায় থাকা প্রথম প্রেসিডেন্ট। ১৯৮৮ সালে রাজনৈতিক বন্দিদের ফাঁসির সাজা দিয়েছিল ইরানের আদালত। সেই নির্দেশের জন্য রেইসি সহ অনেক বিচারপতির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে আমেরিকা।
তবে রেইসির এই জয় মোটেই বিতর্কহীন নয়। তাঁর প্রবল প্রতিপক্ষ সংস্কারপন্থী নেতাদের অযোগ্য ঘোষণা করে খামেনেইয়ের নির্বাচনী টিম। এতেই রেইসির জয়ের পথ প্রশস্ত হয়। সমালোচকরা বলছেন, প্রশাসনকে নিজের করায়ত্ত করতেই এই নেতাদের অযোগ্য ঘোষণা করেছেন খামেনেই। ১৯৭৯ সালে ‘ইসলামি রিভোলিউশন’-এর পরে এই প্রথম এত কম ভোট পড়ল ইরানে। এক কোটি ৭৮ লক্ষ ভোট পেয়ে শীর্ষস্থানে রয়েছেন ইব্রাহিম রেইসি। এর পরেই রয়েছেন প্রাক্তন রেভলিউশনারি গার্ডের প্রধান মহসিন রেজাই। তাঁর প্রাপ্ত ভোট ৩৩ লক্ষ। সংস্কারপন্থী দলের নেতা আব্দুলনাসের হেম্মাতি পেয়েছেন ২৪ লক্ষ ভোট। ভোটের ফল সামনে আসতেই রেইসিকে অভিনন্দন জানিয়েছেন দ্বিতীয় স্থানে থাকা রেজাই এবং তৃতীয় স্থানে থাকা হেম্মাতি। তাঁরা প্রত্যেকেই ইরানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রেইসিকে সমর্থনের কথা জানিয়েছেন। 

20th     June,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ