বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

সুইজারল্যান্ডে পুতিন-বাইডেন
মুখোমুখি বৈঠক

জেনিভা:  ঠান্ডা যুদ্ধের ইতি হয়েছে আগেই। গ্লাসনস্ত ও পেরেস্ত্রৈকার ঢেউ আছড়ে পড়েছে কমিউনিস্ট রাশিয়ায়। এরপর দু’দেশের রাষ্ট্রপ্রধানরা বিভিন্ন সময়ে সম্পর্কের উন্নতিতে এগিয়ে গিয়েছেন। তবু আমেরিকা এবং রাশিয়ার সম্পর্ক স্বাভাবিক হয়নি। এই পরিস্থিতিতে ‘ইতিবাচক’ মানসিকতা নিয়ে বৈঠকে বসলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সুইজারল্যান্ডের সৈকত শহর জেনিভাতে তাঁরা মুখোমুখি হলেন। এদিন অপেক্ষারত সাংবাদিকদের সামনে বাইডেন এবং পুতিনকে করমর্দন করতেও দেখা যায়। এরপর তাঁরা ভিলা লে গ্রাঞ্জ পার্কের প্রাসাদোপম হোটেলে প্রবেশ করেন। দীর্ঘ চার থেকে পাঁচ ঘণ্টা তাঁদের মধ্যে বৈঠক চলে। এই বৈঠককে বাইডেন ‘দুই শক্তিধর দেশে’র আলোচনা আখ্যা দিয়ে বলেছেন, ‘মুখোমুখি বসা সবসময়ই ভালো’। আর পুতিনের আশা, এই আলোচনা ‘ফলপ্রসূ’ হবে। ট্রাম্প জমানায় আমেরিকার আক্রমণের অভিমুখ অনেকটাই চীনের দিকে ঘুরে গিয়েছিল। বাইডেন ক্ষমতায় এসে আবার রাশিয়াকেই নিশানা করতে শুরু করেছেন। আমেরিকার বিরুদ্ধে হ্যাকিং এবং চরবৃত্তির অভিযোগে গত এপ্রিলে কয়েকজন রুশ কূটনীতিককে বাইডেন দেশ থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। এর উত্তরে পুতিন গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার প্রসঙ্গ তুলে বলেন, এই হামলার পরে গণতন্ত্র নিয়ে অন্য দেশকে আমেরিকার জ্ঞান দেওয়া শোভা পায় না। 

17th     June,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ