বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

মাস্ক ছাড়া র‌্যালি, ব্রাজিল
প্রেসিডেন্টকে জরিমানা

সাও পাওলো: ফের বিতর্কে জড়ালেন তিনি। আর তার জেরেই দায়িত্বজ্ঞানহীনতার খেসারত দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। এবার মাস্ক ছাড়া একেবারে মোটরসাইকেল র‌্যালি করলেন তিনি। একঝাঁক সমর্থক ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এহেন দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য ১০০ ডলার জরিমানা করা হল তাঁকে। এর আগেও মাস্ক না পরার জন্য বলসোনারো বিতর্কের সম্মুখীন হয়েছেন। ফের আরও একবার সেই একই বিতর্কের মুখে ব্রাজিল প্রেসিডেন্ট। রবিবার সাও পাওলো শহরে প্রায় হাজার খানেক মোটরসাইকেল যিশুখ্রিষ্টের নামে র‌্যালির সূচনা করে। আর সেই র‌্যালিরই নেতৃত্ব দেন ব্রাজিল প্রেসিডেন্ট। মাথায় হেলমেট থাকলেও মুখে তাঁর মাস্ক ছিল না। স্বাস্থ্যবিধির পরিপন্থী এই আচরণই আরও একবার বলসোনারোকে নিয়ে বিতর্ক ছড়িয়েছে। 
প্রসঙ্গত, আগামী বছরই দেশে পুনরায় নির্বাচনের দাবি তুলে প্রচার শুরু করেছেন বলসোনারো। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতিতে মাস্ক ছাড়া র‌্যালির আয়োজন করা সাও পাওলো প্রশাসনের স্বাস্থ্যবিধি অনুসারে সম্পূর্ণ বেআইনি। বলসোনারার এই আচরণে সমালোচনা করেছেন তাঁর প্রতিদ্বন্দ্বী জোয়াও ডোরিয়া। ব্রাজিলে কোভিডে ৪ লক্ষ ৮৫ হাজার জন মারা গিয়েছেন। তারপরও কীভাবে সেই দেশেরই প্রেসিডেন্ট এহেন দায়িত্বজ্ঞানহীন কাজ করতে পারেন, তা নিয়েই ডোরিয়া সমালোচনা করেছেন।

14th     June,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ