বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

পুলিৎজার পেলেন ভারতীয়
বংশোদ্ভূত সাংবাদিক মেঘা

নিউ ইয়র্ক: চীনে মুসলিমদের ডিটেনশন ক্যাম্প সম্পর্কে রোমহর্ষক তথ্য তুলে ধরে পুলিৎজার পুরস্কার পেলেন ভারতীয় বংশোদ্ভূত সাংবাদিক মেঘা রাজাগোপালন। আন্তর্জাতিক রিপোর্টিং ক্যাটিগরিতে এই পুরস্কার জিতলেন তিনি। যদিও এই পুরস্কার পাওয়ার আশা তাঁর ছিল না। তাই, পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি তিনি দেখেননি। ফোন করে জানানো হয়, জিনজিয়াং অঞ্চলে উদ্ভাবনী রিপোর্টিংয়ের জন্য তাঁকে এই পুরস্কারে সম্মানিত করা হল। পুরস্কার পাওয়ার খবর পেয়ে মেঘা তাঁর সহকর্মীদের ধন্যবাদ দেন। পাশাপাশি ওই ক্যাম্পে আটক থাকা যে সব ব্যক্তিরা তাঁকে সেখানাকার ঘটনা বলেছিলেন, তাঁদেরও ধন্যবাদ দেন মেঘা। মেয়ে পুলিৎজার পাওয়ায় খুশি মেঘার বাবার প্রতিক্রিয়া ছিল, তোমার মা এইমাত্র খবরটা পাঠাল। দারুণ। শুক্রবার যে দু’জন ভারতীয় বংশোদ্ভূত সাংবাদিক সাংবাদিকতায় আমেরিকার এই শীর্ষ সম্মানে ভূষিত হলেন, বাজফিড নিউজের মেঘা তার অন্যতম। ট্যাম্পা বে টাইমস-এর নিল বেদি স্থানীয় রিপোর্টিংয়ের জন্য এই পুরস্কার জিতেছেন। নিল বেদির সঙ্গেই স্থানীয় রিপোর্টিং বিভাগে এই পুরস্কার পেয়েছেন ক্যাথলিন ম্যাক গ্লোরি। প্রসঙ্গত, ২০১৭ সাল থেকেই চীনে মুসলিমদের ডিটেনশন ক্যাম্প চালু হয়। যদিও বেজিং এই খবর অস্বীকার করেছিল। মানবাধিকারের প্রশ্নে একের পর এক প্রতিবেদনের মাধ্যমে মেঘা এই ডিটেনশন ক্যাম্প সম্পর্কে তথ্য তুলে ধরেন। 

13th     June,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ