বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

মহাকাশ নয়, এলিয়েনরা আসছে সমুদ্রের
তলদেশ থেকে, চাঞ্চল্যকর দাবি বিজ্ঞানীর

 

নয়াদিল্লি: ‘এলিয়েন’ বা ভিনগ্রহীদের নিয়ে মানবজাতির কৌতূহলের অন্ত নেই। এলিয়েনদের উপর নজর রাখতে, তাদের কর্মকাণ্ডের হদিশ পেতে যুগ যুগ ধরেই চলছে নিরন্তর গবেষণা। আর সেই কারণেই মানুষের আগ্রহকে আরও বাড়িয়ে দিতে মাঝেমধ্যে বিভিন্ন রকম তত্ত্ব তুলে ধরেন গবেষকরা। সম্প্রতি এমনই এক চাঞ্চল্যকর দাবি করেছেন ইন্টারন্যাশনাল কোয়ালিশন ফর এক্সট্রাটেরেস্ট্রিয়াল রিসার্চ (আইসিইআর)-এর ভাইস প্রেসিডেন্ট গ্যারি হেসেলটিনেভ। তাঁর দাবি, মহাকাশ থেকে নয়, সমুদ্রের তলদেশ থেকে আসছে ভিনগ্রহের প্রাণীরা।
২৭টি দেশের বিজ্ঞানী ও গবেষকদের নিয়ে তৈরি আইসিইআরের মূল লক্ষ্য হল এলিয়েনদের সম্পর্কে সত্য উদ্ঘাটন করা। সংস্থার ভাইস প্রেসিডেন্ট জানিয়েছেন, সাম্প্রতিককালে একাধিকবার মার্কিন নৌবাহিনীর সঙ্গে ভিনগ্রহীদের মহাকাশযান মুখোমুখি হয়েছে। যা বিজ্ঞানীদের মনে অজানাকে জানার উৎসাহ জুগিয়েছে। হেসেলটিনেভ বলেন, ‘ইউএফওগুলি এখন সমুদ্রের তলদেশ থেকে উঠে আসছে। আমাদের অনুমান, সমুদ্রের গভীরে থাকা খাতগুলিতে এলিয়েনদের বেস রয়েছে। শুনতে অদ্ভূত লাগলেও বিষয়টি নিয়ে ভেবে দেখার সময় এসেছে। কারণ, গোটা পৃথিবীর সমুদ্রগুলির মাত্র ৫ শতাংশ জানতে পেরেছি। তার থেকে অনেক বেশি জেনেছি মঙ্গল ও চাঁদ সম্পর্কে। তাই সমুদ্রের নীচে ভিনগ্রহীদের অস্তিত্ব থাকলেও থাকতে পারে।’
সম্প্রতি এক ডকুমেন্টারি পরিচালক রেডার ফুটেজের ভিডিও ক্লিপ প্রকাশ করেছিলেন ট্যুইটারে। সেই ভিডিওতে দেখা গিয়েছে, একটি নৌবাহিনীর জাহাজকে ঘিরে উড়ছে বেশ কয়েকটি ইউএফও। তবে, গত কয়েক মাসে এরকম একাধিক ঘটনা সামনে এসেছে। গতবছর মার্কিন নৌসেনা এইধরনের এলিয়েন-সাক্ষাতের সাতটি ঘটনার কথা জানিয়েছিল। 

12th     June,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ