বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

কোটি কোটি টাকার জালিয়াতি
শ্রীঘরে গান্ধীজীর প্রপৌত্রী

ডারবান, ৮ জুন (পিটিআই): জালিয়াতির মামলায় আগেই নাম জড়িয়েছিল মহাত্মা গান্ধীর প্রপৌত্রীর। সেই ঘটনায় এবার দোষী সাব্যস্ত হলেন তিনি। অভিযুক্ত আশিস লতা রামগোবিনকে সাত বছরের কারাদণ্ডের সাজা শোনাল ডারবান আদালত। প্রায় সাড়ে তিন কোটি টাকার প্রতারণা মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে। জানা গিয়েছে, ভারত থেকে রেশম ভর্তি তিনটি কন্টেনারের আমদানি শুল্কের জন্য তাঁকে দঃ আফ্রিকার মুদ্রায় ৬.২ মিলিয়ন র‌্যান্ড দিয়েছিলেন এসআর মহারাজ নামে এক ব্যবসায়ী। অভিযোগ, লতা ওই ব্যবসায়ীকে জানান রেশমের তিনটি কন্টেনার এনেছেন। কিন্তু আর্থিক সমস্যার ফলে আমদানি শুল্ক তিনি না কী দিতে পারছেন না। বন্দর থেকে কন্টেনার নিতে তাঁর অর্থের প্রয়োজন। এরপর শুল্ক মেটানোর নাম করে জাল কাগজপত্র দেখিয়ে ওই ব্যবসায়ীর থেকে আগাম টাকা নিয়েছিলেন। শুধু তাই নয় ওই ব্যবসায়ীকে মুনাফার ভাগ দেওয়ারও আশ্বাস দিয়েছিলেন গান্ধীজীর নাতনির মেয়ে। কিন্তু আদতে ওই কন্টেনারের কোনও অস্তিত্বই ছিল না। পরে ওই ব্যবসায়ী বুঝতে পারেন যে তাঁর সঙ্গে জালিয়াতি করা হয়েছে। এরপর ২০১৫ সালে আদালতে মামলা দায়ের করেন তিনি। কিন্তু শুনানি চলাকালীন ব্যবসায়ীকে কন্টেনার আনার আশ্বাস দেন লতা। এরপর ৫০ হাজার র‌্যান্ডের ব্যক্তিগত বন্ডে ছাড়াও পান তিনি। কিন্তু পরে কন্টেনার না আসায় জালিয়াতির অভিযাগে দোষী সাব্যস্ত হন লতা। তাঁকে সাত বছরের কারাদণ্ডের সাজা শোনায় দক্ষিণ আফ্রিকার আদালত।

8th     June,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ