বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

মাস্ক থুতনির নীচে? সতর্ক করবে
ম্যাকাউটের নয়া সফটওয়্যার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দরকার স্রেফ একটা ক্যামেরা। সেটি মোবাইল, ট্যাব বা সিসিটিভি ক্যামেরাও হতে পারে। তার সামনে এলেই সফটওয়্যার বলে দেবে, আপনি সঠিকভাবে মাস্ক পরে আছেন কি না। এমন কার্যকর সফটওয়্যার তৈরি করে ফেলেছে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ম্যাকাউট)। বিশ্ববিদ্যালয়ের আইটি সেলের প্রধান, অধ্যাপক প্রীতিময় সান্যাল এই উদ্ভাবনের নেপথ্যে রয়েছেন। তিনি জানান, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিংয়ের মাধ্যমে এই সফটওয়্যার কাজ করবে। ক্লাউড সফটওয়্যার হওয়ায় আলাদা কোনও হার্ডওয়্যারের প্রয়োজন নেই। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশনের পর যে কেউ এটি ব্যবহার করতে পারবেন। একটি কৃত্রিম মস্তিষ্ক (যার নাম রাখা হয়েছে স্মৃতি) পুরো বিষয়টি পরিচালনা করছে।
কী করবে এই সফটওয়্যার? যে কোনও জনবহুল স্থান, যেমন অফিস, শিক্ষা প্রতিষ্ঠান বা কমিউনিটি হলে ঢোকার সময়ে গেটে এই সফটওয়্যারের সঙ্গে সংযুক্ত কোনও একটি ক্যামেরা রাখতে হবে। তার সামনে এলেই কোনও ব্যক্তি মাস্ক পরে আছেন কি না, পরে থাকলেও সঠিকভাবে পরে আছেন কি না, তা জানিয়ে দেবে সফটওয়্যার। যিনি মাস্ক পরে নেই, তাঁকে একটি যান্ত্রিক স্বর সতর্ক করে দেবে। এর পাশাপাশি তাঁর রেকর্ড রেখে দেবে। সেটি সফটওয়্যার ব্যবহারকারীকেও দেওয়া হবে। তিনি সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন। থুতনি বা নাকের নীচে মাস্ক থাকলেও একই ব্যবস্থা। এর পাশাপাশি, ক্যামেরার সামনে আসা ব্যক্তির আশপাশে ভিড় থাকলে, তাঁকে তা এড়িয়ে চলার জন্য সতর্কও করা হবে। ইতিমধ্যে ম্যাকাউটের ক্যাম্পাসগুলিতে পরীক্ষামূলকভাবে এটি চালু করা হয়েছে। উপাচার্য সৈকত মৈত্র বলেন, নিজেদের তো বটেই, রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীদের নিরাপত্তায় ম্যাকাউট পদক্ষেপ করে যাবে। অনলাইনে এটি নিয়ে সচেতনতা শিবির করা হবে। কোনও শিক্ষাপ্রতিষ্ঠান এই প্রযুক্তির সুবিধা চাইলে সাহায্য করবে ম্যাকাউট।

16th     April,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ