বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

সন্ত্রাসে আর্থিক মদত: পাকিস্তানকে অত্যন্ত
ঝুঁকিপূর্ণ দেশের তালিকাভুক্ত করল ব্রিটেন

লন্ডন: ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশ’- এর তালিকায় পাকিস্তানের নাম যুক্ত করল ব্রিটেন। আর্থিক তছরুপ ও সন্ত্রাসে আর্থিক মদত দেওয়ার অভিযোগের ভিত্তিতে এই তালিকা তৈরি করেছে তারা। উল্লেখ্য, এতে পাকিস্তান ছাড়াও আলবেনিয়া, বার্বাডোজ, ঘানা, ইরান, জিম্বাবোয়ে, মরিশাস, মরক্কো, মায়ানমার সহ ২১টি দেশ রয়েছে। 
স্বাভাবিকভাবেই বরিস জনসন সরকারের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে পাকিস্তান। বিদেশ মন্ত্রকের মুখপাত্র জাহিদ হাফিজ চৌধুরীর পাল্টা দাবি, প্রকৃত তথ্য-প্রমাণ ছাড়াই পাকিস্তানকে এই তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে। গোটা বিষয়টিই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে তাঁর আশা, উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা তথ্যের বেড়াজাল থেকে বেরিয়ে ব্রিটেন নিশ্চয়ই তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।  
ব্রিটেনের এই সিদ্ধান্তে আরও বেকায়দায় পড়ল পাকিস্তান। ভারত বারবার সন্ত্রাসে মদত দেওয়া নিয়ে পড়শি দেশকে কাঠগড়ায় তুলেছে। সন্ত্রাসে আর্থিক মদতের জন্য এফএটিএফের ধূসর তালিকা থেকে নিজেদের মুক্ত করতে পারেনি ইসলামাবাদ। লোক দেখানো কিছু পদক্ষেপ নিলেও তাতে চিঁড়ে ভেজেনি। এতে প্রধানমন্ত্রী ইমরান খানের রাতের ঘুম উড়ে যাওয়ার জোগাড়। এরমধ্যে ব্রিটেন অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় পাকিস্তানের নাম জুড়ে দেওয়ায় আরও গভীর সঙ্কটে পড়ল তারা। এমনকি এফএটিএফের তালিকাতেও বরিস সরকারের সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
ব্রিটেন সরকার সূত্রে খবর, করবিধি নিয়ন্ত্রণে পাকিস্তানের কড়া পদক্ষেপ নজরে আসেনি। পাশাপাশি, সন্ত্রাসে ব্যবহৃত অর্থ এবং আর্থিক তছরুপ বন্ধেও যথাযথ ভূমিকা পালন করছে না ইমরান খানের দেশ। তাই ব্রিটেনের ‘ মানি লন্ডারিং  অ্যাণ্ড টেরিরিস্ট ফিনান্সিং অ্যামেডমেন্ট (হাই রিস্ক কান্ট্রিস) রেগুলেশন ২০২১’-এর অধীনে অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশগুলির তালিকায় পাকিস্তানের নাম জুড়ে দেওয়া হয়েছে। আগামী ২৬ মার্চ থেকে তালিকা কার্যকর হবে। 

14th     April,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ