বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

ধর্ষণ নিয়ে ইমরানের আপত্তিকর
মন্তব্যের বিরুদ্ধে সরব জেমাইমা

নয়াদিল্লি: মেয়েদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে ঘরে-বাইরে প্রবল সমালোচনার মুখে পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরান বলেছেন, মেয়েদের যৌন নির্যাতন বা ধর্ষিতা হওয়ার পিছনে দায়ী তাঁদের পোশাক। এ মন্তব্যের কড়া সমালোচকদের মধ্যে রয়েছেন ইমরানের প্রাক্তন স্ত্রী (১৯৯৫-২০০৪) ব্রিটিশ চিত্রনির্মাতা জেমাইমা গোল্ডস্মিথ। তিনি বলেছেন, মেয়েদের বোরখা পড়ার প্রয়োজন নেই। বরং,পুরুষদের চোখেই পর্দা লাগানো উচিত। এক্ষেত্রে দায় ও দায়িত্ব কিন্তু পুরুষদেরই। তাঁদেরই দৃষ্টিভঙ্গি বদলের প্রয়োজন রয়েছে। পাকিস্তানের মানবাধিকার ও সমাজকর্মীরা ইমরানের মন্তব্যের বিরুদ্ধে সরব হওয়ার পাশাপাশি জনমত সংগঠিত করার জন্য জোরদার প্রচার শুরু করেছেন। ‘অজ্ঞতা’ থেকেই এমন মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অনেকেই ইমরানের মন্তব্যকে ‘তথ্যগত ভুল, অসংবেদনশীল ও অত্যন্ত ভয়ঙ্কর’ বলে কটাক্ষ করেছেন। ডিজিটাল মাধ্যমে এই মন্তব্যের বিরুদ্ধে জনমত সংগ্রহের অভিযান শুরু হয়েছে। 

9th     April,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ