বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

কাজে মুগ্ধ, কর্মীকে চাঁদে
একফালি জমি উপহার 

নয়ডা: অফিসে দারুণ কাজ করছেন এক কর্মী। খুশি হয়ে বস তাঁকে কী উপহার দিতে পারেন? অনেকেই বলবেন, পারফরম্যান্স বোনাস কিংবা ইনক্রিমেন্ট। নিদেনপক্ষে বহুমূল্যের স্মারক। আবার কারও মাথায় আসতে পারে সুরাটের হীরে ব্যবসায়ী সাবজি ঢোলাকিয়ার কথা। তিনিও তো ফি-বছরই কর্মীদের গাড়ি, ফ্ল্যাট দেন। কিন্তু কখনও কি কেউ ভাবতে পারেন, ভালো কাজের স্বীকৃতিতে চাঁদের এক ফালি জমি উপহার পেয়েছেন কোনও কর্মী? চমকটা এখানেই। ঠিক যেভাবে শাহরুখ খানকে চমকে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার এক মহিলা ভক্ত। জন্মদিনের সকালে ই-মেল খুলতেই কিং খান দেখতে পান, তাঁর নামে চাঁদে জমি কিনে ফেলেছেন ওই মহিলা। ‘গিফট’ হিসেবে ওই জমির দলিল-দস্তাবেজ পাঠিয়েও দিয়েছেন তিনি।
বিহারের দ্বারভাঙ্গা জেলার বাসিন্দা ইফতিকার রহমানিকেও ঠিক এভাবেই চমকে দিল একটি মার্কিন সংস্থা। ইফতিকার কর্মসূত্রে থাকেন নয়ডায়। সেখানে একটি সফ্টওয়্যার ডেভেলপমেন্ট সংস্থা রয়েছে তাঁর। মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করে সংস্থাটি। এছাড়া লুনা সোসাইটি ইন্টারন্যাশনাল নামে ওই মার্কিন সংস্থার সফ্টওয়্যার ডেভেলপমেন্টের ভারও রয়েছে তাঁর কাঁধে। মূলত, চাঁদে জমি ক্রয়-বিক্রয়ের কাজ করে থাকে সংস্থাটি। ইফতিকার দীর্ঘদিন ধরে সংস্থাটির হয়ে বহু কাজ করেছেন। তাঁর প্রতিটি কাজই উচ্চ প্রশংসিত হয়েছে। আর সেই কারণেই উপহার হিসেবে তাঁকে চাঁদে এক একর জমি কিনে দিয়েছে লুনা সোসাইটি। এমন স্বীকৃতি পেয়ে থ ইফতিকার।
চাঁদে জমি কেনা অবশ্য নতুন কিছু নয়। বরং এটাই নতুন স্ট্যাটাস স্টেটমেন্ট। বিদেশের বহু সেলেবের পাশাপাশি শাহরুখ খান, মহেন্দ্র সিং ধোনির মতো ভারতীয় তারকার জমি রয়েছে সেখানে। এমনকী, প্রয়াত সুশান্ত সিং রাজপুতও ছিলেন এই তালিকায়। সম্প্রতি নিজের দু’মাসের সন্তানের জন্য চাঁদে এক একর জমি কিনেছেন সুরাটের এক ব্যবসায়ী। কিছুদিন আগে অষ্টম বিবাহবার্ষিকীর উপহার হিসেবে স্ত্রী আনিজাকে চাঁদে তিন একর জমি কিনে দিয়েছিলেন রাজস্থানের ধর্মেন্দ্র আনিজা। তবে এই তালিকায় এখনও পর্যন্ত বিহারের কেউ ছিলেন না। বিহারের প্রথম ব্যক্তি হিসেবে চাঁদে জমির মালিক হলেন ইফতিকার। তাঁর এই অভিনব প্রাপ্তিযোগে উচ্ছ্বসিত পরিবারের সদস্যরা। খবর জানাজানি হতেই বাড়িতে এসে ভিড় জমাচ্ছেন পাড়া-প্রতিবেশীরা। ছেলের সাফল্যে অত্যন্ত খুশি ইফতিকারের মা তাঁদের মিষ্টিমুখও করান। আর করাবেন নাই বা কেন? এমন উপহার ক’জনই বা পায়! 

5th     April,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ