বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

মায়ানমারে সেনার দমনপীড়ন,
এক সপ্তাহে হত ৫০ 

ইয়াঙ্গন: মায়ানমারে গণতান্ত্রিক আন্দোলন উল্কার গতিতে ছড়িয়ে পড়েছে দেশের একপ্রান্ত থেকে অপর প্রান্তে। নিরস্ত্র গণতান্ত্রিক আন্দোলনকারীদের দমন করতে মায়ানমার সেনা ঝাঁপিয়ে পড়েছে। সেনার ক্ষমতা অধিগ্রহণের এক মাস পরেও বিক্ষোভ থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। গত এক সপ্তাহে জুন্টা সেনাশাসকের অত্যাচারে মৃত্যু হয়েছে প্রায় ৫০ জন বিক্ষোভকারীর। জখম কয়েক হাজার। বুধবারেই ১৮ জনের মৃত্যু হয়েছে বলে একটি সূত্রে দাবি করা হয়েছে। শনিবার সকালে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে নতুন করে পথে নেমেছে মায়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গনের সাধারণ মানুষ। শুক্রবার নয়াদিিল্ল জানিয়েছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। খবর এসেছে মিজোরাম সীমান্ত পার করে ভারতে আশ্রয় নিয়েছেন ১১ জন মায়ানমার শরণার্থী। বিদেশমন্ত্রকের পক্ষ থেকে এই খবরের সত্যতা স্বীকার করা হয়নি।  

7th     March,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ