বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

চীনা আগ্রাসনের বিরুদ্ধে ভারতের
পাশে থাকার বার্তা দিল আমেরিকা

ওয়াশিংটন: চীনের আগ্রাসন দিন দিন বাড়ছে। ভারত-চীন সীমান্তের উত্তেজনাতেই একথা স্পষ্ট হচ্ছে। ভারতের পাশাপাশি প্রতিবেশী অন্যান্য দেশগুলিকেও চোখ রাঙাচ্ছে চীন। পেন্টাগনের শীর্ষস্থানীয় সচিব কলিন কাহাল তাঁর এক রিপোর্টে এমনটাই জানিয়েছেন। প্রতিবেশী দেশগুলি সম্পর্কে চীনের আগ্রাসী মনোভাব এবং তার নিরিখে আমেরিকার নীতি নির্ধারণের জন্য সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি কমিটি গঠন করেছেন। সেই কমিটির প্রধান কাহাল। শুক্রবারই তিনি সেনেটের সামরিক বিষয়ক কমিটির কাছে একটি রিপোর্ট পেশ করেন। তাতে চীনা আগ্রাসন এবং তার ফলস্বরূপ ভারত-চীন সীমান্তে উত্তেজনার প্রসঙ্গ তিনি তুলে ধরেছেন। চীনের এই আগ্রাসনের বিরুদ্ধে আমেরিকা যে ভারত সহ অন্যান্য দেশের পাশে দাঁড়াবে, তার বার্তাও দেওয়া হয়েছে। কাহাল বলেন, ‘আমরা প্রতিবেশী সহযোগী দেশগুলিরই পাশে আছি।’ ভারতকে ‘গুরুত্বপূর্ণ সহযোগী’ হিসেবেও উল্লেখ করেন কাহাল। বলেন, ‘প্রশান্ত ও ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার উদ্যোগ নেওয়া হয়েছে।’ এছাড়া চীনের সঙ্গে পাল্লা দিতে ভারতকে প্রযুক্তিগত সহযোগিতারও আশ্বাস দিয়েছেন কলিন কাহাল। 

7th     March,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ