বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

দুর্নীতির মামলায় কারাদণ্ড প্রাক্তন
ফরাসি প্রেসিডেন্ট সারকোজির 

প্যারিস: দুর্নীতির অভিযোগে তিন বছর কারাদণ্ডের সাজা হল ফ্রান্সের প্রাক্তন প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির। তবে তার মধ্যে দু’বছরের সাজা স্থগিত (সাসপেন্ড) করা হয়েছে। ফলে কার্যত তাঁকে জেলে যেতে হবে না। কারণ ফ্রান্সের নিয়ম অনুযায়ী, কারাদণ্ডের মেয়াদ দু’বছরের বেশি না হলে, কাউকে জেলে যেতে হয় না। প্রাক্তন প্রেসিডেন্ট জেলের এক বছরের মেয়াদ ঘরেই কাটাতে পারেন বলে মন্তব্য করেছেন বিচারপতি। উল্লেখ্য, প্রেসিডেন্ট নির্বাচনে ব্যবহৃত টাকা নিয়ে তদন্তের তথ্য ফাঁস করার জন্য এক বিচারককে প্রভাবিত করার অভিযোগ ওঠে সারকোজির বিরুদ্ধে। ফ্রান্সের ইতিহাসে তিনিই প্রথম প্রাক্তন প্রেসিডেন্ট যিনি পদের অপব্যবহারের দায়ে দোষী সাব্যস্ত হলেন। এর আগে তাঁর পূর্বসূরি জ্যাক চিরাগও দু’বছরের সাসপেন্ড সাজা পেয়েছিলেন। তবে তিনি দোষী হয়েছিলেন মেয়র পদের অপব্যবহারের জন্য।
২০০৭ থেকে ২০১২ পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট পদে ছিলেন সারকোজি। ২০০৭ সালের নির্বাচনের সময় এক মহিলা ফরাসি শিল্পপতির কাছ থেকে অবৈধভাবে অর্থ নেওয়ার অভিযোগ ছিল সারকোজির বিরুদ্ধে। ফরাসি পুলিস ঘটনার তদন্তে নামে। পল বিসমাউথ ছদ্মনামে ফোনে আড়ি পাতা হয়। ২০১৪ সালে বিচারক গিলবার্ট আজিবার্ট ও সারকোজির প্রাক্তন আইনজীবী অঁরি হেরজগের কথোপকথন ট্যাপ করে পুলিস। সেই বক্তব্য থেকেই স্পষ্ট হয়, সারকোজি বিচারক গিলবার্টকে উচ্চপদে বসানোর প্রলোভন দেন। বিনিময়ে তাঁকে তাঁর বিরুদ্ধে চলা মামলার তথ্য পাচার করতে বলা হয়। ২০১২ সালের নির্বাচনেও তাঁর বিরুদ্ধে নির্দিষ্ট সীমার অতিরিক্ত অর্থ খরচের অভিযোগ রয়েছে। ওই নির্বাচনে অবশ্য হেরে গিয়েছিলেন সারকোজি। সেই মামলার রায় বেরবে সম্ভবত চলতি মাসের শেষেই। এছাড়া তাঁর বিরুদ্ধে বিবাহ-বহির্ভূত সম্পর্কের মামলার শুনানি চলছে। উল্লেখ্য, পদে থাকাকালীন প্রথম স্ত্রীকে বিচ্ছেদ দিয়ে সুপার মডেল কার্লা ব্রুনিকে বিয়ে করেছিলেন সারকোজি। 

2nd     March,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ