বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

ভ্যাকসিন নিলেও সংক্রমণ ছড়াতে
পারে, আশঙ্কা ব্রিটিশ স্বাস্থ্যকর্তার

লন্ডন ও ওয়াশিংটন (পিটিআই): করোনার ভ্যাকসিন নেওয়ার পরও সংশ্লিষ্ট ব্যক্তির থেকে সংক্রমণ ছড়াতে পারে— এমনই আশঙ্কার কথা জানিয়েছেন ব্রিটেনের এক শীর্ষস্থানীয় মেডিক্যাল অফিসার। তাই, ভ্যাকসিন নেওয়া হোক বা নাই হোক, আরও তিন সপ্তাহ কড়া জাতীয় লকডাউন বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন ব্রিটিশ ডেপুটি চিফ মেডিক্যাল অফিসার প্রফেসর জোনাথন ভ্যান-ট্যাম। তিনি জানিয়েছেন, ভ্যাকসিন নেওয়ার পর সংশ্লিষ্ট ব্যক্তির সংস্পর্শে সংক্রমণ হচ্ছে না, এখনও পর্যন্ত এমন প্রমাণ মেলেনি। তাই প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করাই ভালো। অন্যদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন আশঙ্কা প্রকাশ করেছেন, করোনা ভাইরাসের নতুন স্ট্রেইনের প্রভাবে মৃত্যুর হার আরও বাড়তে পারে। তাই, করোনা সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করার কোনও যুক্তি নেই। 
এদিকে শনিবারই নয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বরিস জনসন। শপথ নেওয়ার পর দু’জনের মধ্যে এই প্রথম কথা হল। এই কথোপকথনে দুই দেশের মধ্যে ‘বিশেষ সম্পর্কের’ কথা স্মরণ করিয়ে দিয়েছেন বাইডেন। 

25th     January,   2021
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ