বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

স্বেচ্ছাচারের পতন হবেই, মোদি-শাহকে চ্যালেঞ্জ অভিষেকের, টেনে-হিঁচড়ে বের করা হল এমপিদের

সন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি: যন্তরমন্তরে মোদি-শাহকে সরাসরি চ্যালেঞ্জ। সেখান থেকে কৃষিভবন। কেন্দ্রীয় মন্ত্রীর কাছে বাংলার মানুষের প্রাপ্যের দাবি পৌঁছে দিতে চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু কেন্দ্রের দ্বিচারিতা এবং দিল্লি পুলিসের দৌলতে তা সম্ভব হল না। কেন্দ্রীয় কৃষি রাষ্ট্রমন্ত্রী সাক্ষাতের সময় দিয়েও এড়িয়ে গেলেন। উল্টে বাংলার জনপ্রতিনিধিদের টেনে-হিঁচড়ে কৃষিভবনের বাইরে ফেলে মোদি সরকার বুঝিয়ে দিল রাজঘাট কোনও বিচ্ছিন্ন ঘটনা ছিল না। বিরোধিতাকে গোড়ায় মেরে ফেলার চিত্রনাট্য তৈরিই ছিল, মঙ্গলবার যা দেখল গোটা দেশ।

সেই চিত্রনাট্য মেনেই কেন্দ্রীয় কৃষিমন্ত্রী গিরিরাজ সিং ছিলেন দিল্লির বাইরে। তবে সাক্ষাতের সময় দিয়েছিলেন রাষ্ট্রমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। সন্ধ্যা ৬টায়। সেইমতো অভিষেকের নেতৃত্বে তৃণমূলের জনপ্রতিনিধিরা মিছিল করে পৌঁছন কৃষিভবনে। সঙ্গে বাংলায় কেন্দ্রীয় বঞ্চনার শিকার হওয়া মানুষদের চারজন প্রতিনিধি। পাক্কা দেড় ঘণ্টা সেখানে তাঁদের বসিয়ে রাখার পর জানিয়ে দেওয়া হয়, মন্ত্রী দেখা করতে পারবেন না। অথচ তার আগেই সেখানে ঘুরে গিয়েছেন বাংলার বিরোধী দলনেতা। তাঁকে সময় দিলেও তৃণমূল নেতৃত্বকে বসিয়ে রেখে দপ্তর ছাড়েন কৃষি রাষ্ট্রমন্ত্রী। এতে ক্ষোভে ফেটে পড়েন বাংলার শাসকদলের মন্ত্রী-সাংসদরা। কৃষি ভবনের মেঝেতে বসে বিক্ষোভও দেখাতে শুরু করেন। প্রধানমন্ত্রী-কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দেন অভিষেক—এই স্বেচ্ছাচারের পতন হবে। বেশিক্ষণ এই পরিস্থিতি চলতে দেয়নি শাহের পুলিস। বিশাল বাহিনী ভিতরে ঢুকে তৃণমূল জনপ্রতিনিধিদের টেনে-হিঁচড়ে, চ্যাংদোলা করে বাইরে তুলে আনতে শুরু করে। শুরু হয় ধস্তাধস্তি। শেষপর্যন্ত প্রত্যেককেই পুলিস ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় কৃষি ভবন থেকে ১৪ কিমি দূরে জিটিবি নগরের নিউ পুলিস লাইনে। ১ ঘণ্টা পর ছাড়া পান তাঁরা। বেরিয়ে মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অভিষেক। বলেন, ‘এই বঞ্চনা-হেনস্তার প্রতিবাদে ৫ অক্টোবর দুপুর ৩টের সময় রাজভবন অভিযান হবে। কারণ, তিনি কেন্দ্রের প্রতিনিধি।’ গোটা ঘটনার প্রতিবাদে এক্স হ্যান্ডেলে ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ও।
এদিন দিল্লির যন্তরমন্তরে অবস্থান বিক্ষোভে আগাগোড়া আক্রমণাত্মক ছিলেন অভিষেক। ততক্ষণে গোটা এলাকা ঘিরে ফেলেছিল দিল্লি পুলিস। তাদের সামনেই মোদি-অমিত শাহের নাম করে হুঁশিয়ারি দেন অভিষেক, ‘দিল্লি পুলিসের ছ’ফুট ডান্ডার সামনে বাংলার মানুষ শিরদাঁড়া নত করবে না। আপনাদের স্বেচ্ছাচারিতার পতন হবেই।’ মোট ৪২ মিনিটের বক্তৃতায় ইডি প্রসঙ্গও টানেন তিনি। কড়া সুরে চ্যালেঞ্জ ছোড়েন, ‘ইডি-সিবিআইয়ের ভয় দেখিয়ে আন্দোলন আটকাতে পারবেন না। বকেয়া না মেটালে ফের দু’ মাসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লক্ষ লোকের জমায়েত হবে এই যন্তরমন্তরেই। দেখি কে আটকায়!’ কেন্দ্র টাকা না মেটালে নভেম্বরের মধ্যে প্রথমে বঞ্চনার শিকার ২৫০০ মানুষ, আর ছ’মাসের মধ্যে বাকিদের বকেয়া মেটানোর আশ্বাসও দেন অভিষেক।

4th     October,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ