বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

অনুপ্রবেশের ছক বানচাল, কুপওয়ারায় এনকাউন্টারে নিকেশ ২ লস্কর জঙ্গি

বিশেষ, সংবাদদাতা, শ্রীনগর: ফের ভূস্বর্গে ভেস্তে গেল পাক মদতপুষ্ট জঙ্গিদের নাশকতার বড়সড় ছক। জম্মু ও কাশ্মীরের কুপওয়ারায় দুই লস্কর জঙ্গিকে নিকেশ করল যৌথবাহিনী। একইসঙ্গে নিয়ন্ত্রণরেখায় অনুপ্রবেশের ছকও বানচাল করে দেওয়া হয়। সেনা সূত্রে খবর, উত্তর কাশ্মীরের মাচিল সেক্টরে কুমকাদি এলাকায় পাকিস্তানি জঙ্গিরা অনুপ্রবেশের পরিকল্পনা করেছিল। কুপওয়ারা পুলিসের ইন্টেলিজেন্স সূত্রে সেই খবর পৌঁছয় সেনাবাহিনীর কাছে। অবশেষে নিয়ন্ত্রণরেখা বরাবর এলাকায় সেনা ও কাশ্মীর পুলিস যৌথ অভিযান চালায়। নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় বাহিনীও। জওয়ানদের গুলিতে প্রাণ হারায় দুই জঙ্গি। অকুস্থল থেকে দু’টি একে সিরিজের রাইফেল, ৪টি একে ম্যাগাজিন, ৯০ রাউন্ড কার্তুজ, একটি পাকিস্তানি পিস্তল, একটি পাউচ এবং পাকিস্তানি মুদ্রায় ২ হাজার ১০০ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।
এদিকে শনিবার সকাল থেকেই পুঞ্চ জেলার বহু জায়গায় তল্লাশি শুরু করে এনআইএ। চলতি বছরের জানুয়ারিতে রাজৌরি জেলার ধাংড়ি গ্রামে লস্কর জঙ্গিদের হানায় পাঁচ নাগরিক প্রাণ হারিয়েছিলেন। সেই মামলার তদন্তে নেমেই এদিন পুঞ্চে সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি চালান এনআইএ আধিকারিকরা। এব্যাপারে কেন্দ্রীয় সংস্থার তরফে জানানো হয়েছে, মেন্ধার তহসিলের গুরসাই গ্রামের পাঁচ জায়গায় এদিন তল্লাশি চালানো হয়। বেশ কয়েকটি ডিজিটাল সরঞ্জাম ও গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়েছে। মনে করা হচ্ছে, বড়সড় কোনও নাশকতার ছক ছিল লস্কর-ই-তোইবার। এনআইএ আরও জানায়, এলাকায় শ্রমিকের কাজ করতে আসা অনেকেই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। তাঁদের চিহ্নিত করার চেষ্টা চলছে। 

1st     October,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ