বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

নীতীশের কনভয় যাবে, অসুস্থ শিশু আটকে রইল অ্যাম্বুলেন্সে

পাটনা: কিছুক্ষণ পরই এলাকা দিয়ে যাবে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কনভয়। নিরাপত্তার কারণে বন্ধ রাস্তাঘাট। তার জেরে স্তব্ধ যানবাহন। গাড়ির লম্বা লাইনের মধ্যেই আটকে পড়ে একটি অ্যাম্বুলেন্স। ভিতরে মায়ের কোলে জীবনের সঙ্গে পাঞ্জা লড়ছে একটি শিশু। কিছুক্ষণ পর গাড়ির ভিতরেই শিশুটি অজ্ঞান হয়ে যায়। মায়ের হাজার কাকুতি মিনতি সত্ত্বেও অ্যাম্বুলেন্সটিকে যাওয়ার অনুমতি দেয়নি পুলিস। এই অবস্থাতেই কার্যত নিরুপায় হয়ে একঘণ্টা অপেক্ষা করতে বাধ্য হন ওই মহিলা। মুখ্যমন্ত্রীর কনভয় চলে যাওয়ার পরেই তাঁদের হাসপাতালে যাওয়ার অনুমতি দেয় পুলিস। শুক্রবার এমনই অমানবিক ঘটনার সাক্ষী থাকল বিহারের ফাতুহা এলাকা। 
সূত্রের খবর, এদিন নালন্দায় ইথানল কারখানার উদ্বোধনে গিয়েছিলেন নীতীশ। সেখান থেকেই পাটনায় ফিরছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর কনভয় যে পথে যাবে, সেই সমস্ত রাস্তা বন্ধ করে দেয় পুলিস। জানা গিয়েছে, অ্যাম্বুলেন্সটি পৌঁছনোর কিছুক্ষণ আগেই সংশ্লিষ্ট এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। অ্যাম্বুলেন্স চালকের অভিযোগ, বারবার পুলিসের কাছে ছেড়ে দেওয়ার অনুরোধ জানাই। কিন্তু অসহায় মায়ের কোলে শিশুটিকে দেখার পরও আমাদের যেতে দেওয়া হয়নি। প্রসঙ্গত, গত আগস্টে এমনই ঘটনার সাক্ষী ছিল পাটনা।

1st     October,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ