বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

গত ছ’বছরে বাজার থেকে হাওয়া হাজার কোটির ১০ টাকার নোট

বাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: চকচকে একটি ১০ টাকার নোট শেষ কবে দেখেছেন, মনে করতে পারবেন না অনেকেই। বাজারহাটে গেলে বা টোটো-অটোর ভাড়া মিটিয়ে যেসব ১০ নোট হাতে আসে, তা সাধারণত মলিন ও একেবারে রঙচটা। এমন অবস্থায় নোটগুলি হাতে আসে যে আর কয়েকবার হাতবদল হলে তা কার্যত ফেলে দেওয়া ছাড়া উপায় থাকে না। অথচ, ১০০ বা ৫০ টাকার নোট ভাঙাতে বড় ভরসা ১০ টাকার নোটই। কয়েন বা ২০ টাকার নোট থাকলেও ১০ টাকার নোটের যে বিকল্প হয় না, জানেন সবাই। তাছাড়া, বাজারে ১০ টাকার নোট যে আগের তুলনায় অনেক কমে গিয়েছে, রাস্তাঘাটে খুচরোর হাহাকার দেখলে তা মালুম হয়। ভুক্তভোগীদের কথায়, অন্যান্য নোট নিয়ে ততটা সমস্যা নেই, যতটা ঝামেলা হচ্ছে ১০-এর নোট নিয়ে। 
কেন এই সমস্যা? রিজার্ভ ব্যাঙ্কের সাম্প্রতিক হিসেব বলছে, বর্তমানে ২৬ হাজার ২১২ কোটি টাকার ১০-এর নোট বাজারে আছে। অথচ ১৬-১৭ অর্থবর্ষে ৩৬ হাজার ৯২৯ কোটি টাকার ১০ টাকার নোটের জোগান ছিল বাজারে। অর্থাৎ, ছ’বছরে ১০ হাজার কোটি টাকারও বেশি ১০-এর নোট উবে গিয়েছে বাজার থেকে। সংখ্যার বিচারে নোট কমেছে ১ হাজার কোটির বেশি। সেই তুলনায় ১০ টাকার কয়েনের জোগান সামান্য বেড়েছে। রিজার্ভ ব্যাঙ্কের হিসেব বলছে, ১৬-১৭ অর্থবর্ষে দেশে ৫ হাজার ২০৪ কোটি টাকার ১০ টাকার কয়েন ছিল। এখন তা দাঁড়িয়েছে ৫ হাজার ৯৭৬ কোটি টাকা। এরই খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে।  
করোনা মহামারী শুরুর সময় থেকে রিজার্ভ ব্যাঙ্ক ‘ক্লিন মানি’ প্রকল্প নেয়। পুরনো, ময়লা ও ছেঁড়া-ফাটা নোট বাতিল করে নতুন নোট বাজারে আনার উদ্যোগ শুরু হয়। সেক্ষেত্রে বড় কোপ পড়ে ১০ টাকার নোটের উপর। প্রচুর নোট নষ্ট করা হয়। হিসেব বলছে, ২০১৯-২০ অর্থবর্ষে রিজার্ভ ব্যাঙ্ক ৫৫৭ কোটি সংখ্যক ১০ টাকার নোট নষ্ট করে। পরের বছর সেই সংখ্যা দাঁড়ায় ২২০ কোটি। কিন্তু ২০২১-২২ অর্থবর্ষে ফের লাফিয়ে বাড়ে নষ্ট নোটের সংখ্যা। ওই বছর ৪৬৮ কোটি ১০ টাকার নোট নষ্ট করে রিজার্ভ ব্যাঙ্ক। বিশেষজ্ঞরা বলছেন, কেন বাজারে ১০ টাকার নোট নিয়ে এত অভিযোগ, তা সহজেই অনুমেয়। আরবিআইয়ের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত বাজারে রয়েছে ২ হাজার ৭৮০ কোটি ১০ টাকার নোট। আগের বছরের তুলনায় ১৫৭ কোটি কম। এখন তা আরও কমে প্রায় ২ হাজার ৬০০ কোটিতে নেমেছে। রিজার্ভ ব্যাঙ্কের এখন সবচেয়ে বেশি নজর ৫০০ ও ১০০ টাকার নোট ছাপানোয়। সবচেয়ে কম গুরুত্ব পাচ্ছে ১০ টাকার নোট। এর পিছনে কী উদ্দেশ্য রয়েছে, তা অবশ্য খোলসা করেনি রিজার্ভ ব্যাঙ্ক। -ফাইল চিত্র

1st     October,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ