বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

অপহরণ করে কিশোরীকে গণধর্ষণ বিহারে, ধৃত তিন

পাটনা: গণধর্ষণের শিকার ১৪ বছরের এক কিশোরী। বিহারের পাটনার কাছে এক গ্রামের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিস। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বাড়ির বাইরে বেরিয়েছিল ওই কিশোরী। তখনই তাকে অপহরণ করে এক যুবক। পরে আরও পাঁচজনকে ডেকে পাঠায় সে। ছ’জনে মিলে ওই কিশোরীকে চাষের জমিতে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। নির্যাতিতা অজ্ঞান হয়ে যেতেই অভিযুক্তরা সেখান থেকে চম্পট দেয়। এদিকে, কিশোরী ঘরে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। শুক্রবার সকালে ওই চাষের জমি থেকে তাকে উদ্ধার করা হয়। অভিযোগ পেয়ে অতিরিক্ত পুলিস সুপার ভারত সোনির নেতৃত্বে একটি টিম তদন্তে নামে। অভিযুক্তদের বাড়িতে তল্লাশি চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পাটনা গ্রামীণের পুলিস সুপার সইদ ইমরান মাসুদ জানিয়েছেন, ধৃতদের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। বাকি অভিযুক্তদের হদিশ পেতে জোর তল্লাশি চলছে। 

1st     October,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ