বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

উজ্জয়িনী ধর্ষণকাণ্ডে অভিযুক্ত ছেলের ফাঁসি চাইলেন বাবা, কঠোর স্থানীয় বার কাউন্সিলও

উজ্জয়িনী: উজ্জয়িনী ধর্ষণকাণ্ডে ছেলের ফাঁসির সাজা চাইলেন অভিযুক্ত অটোচালক ভরত সোনির বাবা। ছোট্ট মেয়েটির বিচারের পক্ষে সওয়াল করে বললেন, ও তো আমারও ‘বেটি’ হতে পারত! কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় বার কাউন্সিলও। সংগঠনের সভাপতি অশোক যাদব বলেন, হাড় হিম করা ধর্ষণের এই ঘটনায় মন্দির-শহর উজ্জয়িনীর সুনাম ধুলোয় মিশেছে। আমাদের সদস্য আইনজীবীদের প্রতি আবেদন, অভিযুক্তের পক্ষে কেউ আদালতে দাঁড়াবেন না। তারই মধ্যে ভোটমুখী মধ্যপ্রদেশে ধর্ষণের এই ঘটনায় বিজেপি সরকারের মুণ্ডপাত করে চলেছে কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে।
অভিযুক্ত অটোচালক ভরত সোনিকে পুলিস বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে। পুলিসের হাত থেকে পালাতে গিয়ে চোট পেয়ে হাসপাতালে ভর্তি সে। অভিযুক্তের বাবা বলেন, ‘আমার ছেলে অত্যন্ত লজ্জাজনক কাজ করেছে। আমি ওকে হাসপাতালে দেখতে যাইনি। ওর জন্য থানা বা কোর্ট, কোত্থাও যাব না। ছেলে অপরাধ করেছে। তাই ওর ফাঁসির সাজা হওয়া উচিত।’
ধর্ষণের শিকার নাবালিকাটি ভর্তি রয়েছে ইন্দোরের একটি হাসপাতালে। মেডিক্যাল পরীক্ষায় ধর্ষণ প্রমাণিত হয়েছে। বুধবার তার বড় ধরনের অস্ত্রোপচার হয়। মেয়েটিকে রক্ত দেন দুই পুলিসকর্মী। মেয়েটিকে দত্তক নেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন তদন্তের দায়িত্বে থাকা পুলিস অফিসার। মধ্যপ্রদেশ পুলিসের দাবি, রহস্যের জট ছাড়িয়ে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের জন্য প্রাণপাত করে ফেলা হয়েছিল। অভিযুক্তকে পাকড়াও করতে কয়েকশো মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়। ৭০০ সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হয়। সেই সূত্রেই অবশেষে মূল অভিযুক্তের নাগাল মেলে। পুলিসের এক অফিসার জানান, সাইবার তদন্তের কাজে যুক্ত ৩০-৩৫ জন কর্মী তিন-চারদিন ধরে দু’চোখের পাতা এক করেননি। পুলিস জানিয়েছে, মূল অভিযুক্ত ছাড়াও রাকেশ মালব্য নামে আরও এক অটোচালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর তার অটোয় চেপে কিছুটা রাস্তা গিয়েছিল মেয়েটি। কিন্তু তাকে ওই অবস্থায় দেখা সত্ত্বেও পুলিসকে খবর দেয়নি রাকেশ। মেয়েটিকে সাহায্য না করে যাঁরা মুখ ফিরিয়ে নিয়েছিলেন, প্রত্যেকের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।
ভোটমুখী মধ্যপ্রদেশে উজ্জয়িনী ধর্ষণকাণ্ড নিয়ে সরব হয়েছে কংগ্রেস। দলের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতের তোপ, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে বিজেপি শাসনে এরাজ্যে আইন-শৃঙ্খলা বলে আর কিছু নেই। এখানে দলিত, আদিবাসী ও মহিলা হয়ে জন্মানোই যেন পাপ! নাবালিকাদের ধর্ষণের ঘটনায় দেশে পয়লা নম্বরে মধ্যপ্রদেশ। শিবরাজের ১৮ বছরের শাসনে ৫৮ হাজার ধর্ষণ ও ৬৮ হাজার অপহরণের ঘটনা ঘটেছে। কিন্তু তা সত্ত্বেও দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির শীর্ষ নেতারা নীরব। কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি, জাতীয় মহিলা কমিশন ও জাতীয় শিশুসুরক্ষা কমিশনের নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

1st     October,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ