বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

পুজোর আবেগ তুলে ধরতে রাজ্যের উদ্যোগে দিল্লিতে ‘অক্টোবরে আগমনি’

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘আশ্বিনের মাঝামাঝি/উঠিল বাজনা বাজি....।’ লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। উপলক্ষ্য, দুর্গা পুজো। তাই এবার পঞ্জিকা মতে দুর্গা পুজো অক্টোবরের শেষে পড়লেও তার আগেই রাজধানী দিল্লিতে বিশেষ আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সরকার। প্রবাসী বাঙালি তো বটেই, নানা ভাষা, নানা মতের দিল্লিবাসীর সামনে তুলে ধরা হবে বাংলার দুর্গাপুজোকে ঘিরে যাবতীয় উদ্যোগ। আবেগ, আয়োজন, আচার। 
বাঙালির দুর্গাপুজো তো স্রেফ একটি চার-পাঁচদিনের প্রতিমা পুজো নয়, তা যে কৈলাস থেকে ঘরের মেয়ে উমার বাড়ি ফেরা। তাঁর আরধনা, আপ্যায়ন ঘিরে বোধন, সন্ধিপুজো, নবপত্রিকা স্নান, সিঁদুরখেলার মতো হাজারো আয়োজন— সেসবই পরিবেশন করবে বাংলা। যে কাজে সহযোগিতা করছে কেন্দ্রীয় সরকারও। আয়োজনের নাম ‘অক্টোবরে আগমনি’। ২ অক্টোবর থেকে ১৫ তারিখ পর্যন্ত নয়াদিল্লির আইএনএ দিল্লি হাটে চলবে ওই আয়োজন।  
দু’বছর আগেই বাংলার দুর্গোৎসবকে ‘ইনট্যানজেবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি’ ঘোষণা করেছে ইউনেস্কো। বাংলায় যাকে ‘অধরা ঐতিহ্য’ বললে ভুল হয় না। এরই পাশাপাশি কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গের মুকুটে জুড়েছে আর এক পালক। শান্তিনিকেতন পেয়েছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় স্থান। তাই বাঙালির আবেগ আর উৎসব মরশুমের এই ক্ষণ সাধারণের মধ্যেও ছড়িয়ে দিতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। 
বস্ত্রমন্ত্রকের অধীনে যে দিল্লি হাট রয়েছে, তার পুরোটাই এই আয়োজনের জন্য দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে। রয়েছে ১৬২টি স্থায়ী স্টল। সেখানে বাংলার এমএসএমই, পঞ্চায়েত-গ্রামোন্নয়ন দপ্তরের পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর ২৫০ জন হস্তশিল্পী  আসছেন দিল্লিতে। তাঁদের তৈরি নানা পসরায় সাজবে। বিক্রি যেমন হবে, একইসঙ্গে আগতদের মনোরঞ্জনের জন্যও সপ্তাহান্তে থাকবে গানবাজনার আসর। কলকাতার পরিধি, ঝুমুর আর নাটুয়া ব্যান্ডের পাশাপাশি দিল্লির কয়েকটি সংস্থাও অনুষ্ঠানে অংশ নেবে। 
বাংলার দুর্গাপুজো নিয়ে কোনও ধারণা নেই যাঁদের, দিল্লির সেই সব নাগরিকের সামনে তুলে ধরা খাঁটি বাঙালির আয়োজন। রসগোল্লা, সন্দেশ, মিষ্টি দই তো থাকছেই। সঙ্গে আনা হবে বাংলার বিভিন্ন জেলার প্রসিদ্ধ মিষ্টিও। পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের সমবায় ‘সুন্দরিনী’ পেশ করবে লবঙ্গলতিকা, বেলাকোবা চমচম, জনাই঩য়ের মনোহরা, মালদার পোস্তকদম, কৃষ্ণনগরের সরপুরিয়া, বিষ্ণুপুরের মতিচুর লাড্ডু, বেলিয়াতোড়ের মেচা সন্দেশ, ছাতনার পেঁড়া। আগমনির আয়োজনে বাংলা আর বাঙালির অনুভূতি আবর্তিত হবে দিল্লির বুকে। 

1st     October,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ