বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

বন্দে ভারতের রেক ঝকঝকে রাখতে আসছে ‘১৪ মিনিট মিরাকল’ প্রকল্প

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশজুড়ে এই মুহূর্তে ৩৪টি রুটে ছুটছে বন্দে ভারত ট্রেন। এই প্রথম সেমি হাইস্পিড ট্রেনের পরিষেবা উপভোগ করছেন দেশবাসী। স্বভাবতই কেন্দ্রীয় সরকার থেকে সাধারণ মানুষের মধ্যে এই সর্বাধুনিক ট্রেন নিয়ে বাড়তি প্রত্যাশা তৈরি হয়েছে। যার মধ্যে অন্যতম হল, বন্দে ভারতের রেকগুলির সঠিক সাফাই ও জঞ্জাল দূরীকরণ। কেননা, বিভিন্ন ট্রেনের অপরিষ্কার ও অস্বাস্থ্যকর দশা নিয়ে যাত্রীদের বিস্তর অভিযোগ রয়েছে। ট্রেনের নোংরা কামরা থেকে যাত্রী আসনে পোকা-আরশোলা বহুক্ষেত্রেই সংবাদ শিরোনামে উঠে এসেছে। নয়া প্রযুক্তিকে হাতিয়ার করে বহু যাত্রী সামাজিক মাধ্যমে এই ধরনের অভিযোগ সরাসরি রেলমন্ত্রীকে জানিয়েছেন। এবার রেল কর্তৃপক্ষ বিশেষ করে বন্দে ভারত এক্সপ্রেস সাফাইয়ে জন্য ‘১৪ মিনিট মিরাকল’ স্কিম আনছে। আগামী ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে এই বিশেষ কর্মসূচি। যেখানে দেশের সমস্ত বন্দে ভারত এক্সপ্রেসগুলিতে এই সাফাই অভিযান চলবে। যাত্রা শেষে বিশেষ উপায়ে ১৪ মিনিটে এই ট্রেনের সাফাই কাজে যুক্ত হবেন কর্মীরা।
প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে স্বচ্ছতা অভিযান চলছে। রেলের তরফে সমস্ত জোন ও ডিভিশনে ‘স্বচ্ছতাই সেবা’ স্লোগানকে সামনে রেখে প্রচার চলছে। যেখানে রেলের শীর্ষকর্তা থেকে সাধারণ কর্মী— সকলেই স্টেশন চত্বর ও ট্রেন পরিষ্কারের কাজে শামিল হচ্ছেন। এবার বন্দে ভারত ট্রেনের সার্বিক রক্ষণাবেক্ষণ ও সাফসুতরো করতে নতুন করে এই প্রকল্প হাতে নিল রেল। এ প্রসঙ্গে রেল বোর্ডের এক কর্তা বলেন, গোটা দেশের কাছে বন্দে ভারত অত্যন্ত গর্বের। ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই দ্রুতগতির ট্রেনের সার্বিক পরিষেবা সম্পর্কে রিপোর্ট খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দপ্তরে জমা পড়ে। তাই এই ট্রেনকে ঝাঁ চকচকে রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে প্রতিবার যাত্রা শেষে ১৪ মিনিটের মধ্যেই বন্দে ভারতের রেকগুলি পরিষ্কার পরিছন্ন করে দেওয়া হবে। এই কাজের জন্য নির্দিষ্ট সাফাই কর্মী ও তাঁদের কাজের বিবরণ লিখিতভাবে দেওয়া থাকবে। পরিদর্শক দল তা যাচাই করবে। তার ভিত্তিতে যাত্রীদের থেকে এই কাজের মূল্যায়ন বা ফিড ব্যাক নেওয়া হবে। পরবর্তী সময়ে এই মতামতের ভিত্তিতে ‘১৪ মিনিট মিরাকল’ প্রকল্পের পর্যালোচনা করবে রেল মন্ত্রক। -ফাইল চিত্র

30th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ