বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

২০৩০ পর্যন্ত অর্থনীতির মাঝারি বৃদ্ধিই ভবিতব্য, মত দেশের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা নাগেশ্বরণের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতের অর্থনীতি দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে। এমনটা‌ই দাবি করে মোদি সরকার। তাদের আরও দাবি, বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি থেকে ভারত শীঘ্রই আত্মপ্রকাশ করবে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে। তবে পরোক্ষভাবে এসব দাবির কিছুটা উল্টো সুরেই গাইলেন দেশের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা ভি অনন্ত নাগেশ্বরণ। 
শুক্রবার কলকাতায় বেঙ্গল চেম্বার অব কমার্স আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, এবছর থেকে ২০৩০ সাল পর্যন্ত ভারতের অর্থনৈতিক বৃদ্ধির গড় হার ৬.৫ শতাংশ থাকতে পারে। অর্থাৎ, মাঝারি মানের বৃদ্ধি নিয়েই সন্তুষ্ট থাকতে হবে ভারতকে। 
এর কারণ হিসেবে এই অর্থনীতিবিদ দায় ঠেলেছেন অবশ্য আন্তর্জাতিক বাজারের দিকে। বিশ্ব যেহেতু অর্থনৈতিকভাবে দারুণ গতিতে এগচ্ছে না, তাই তার ভার বইতে হবে ভারতকে, এমনটাই মনে করছেন তিনি। পাশাপাশি 
তাঁর বক্তব্য, ভারতকে শুধু তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে তুলে ধরলেই হবে না—মাথাপিছু আর্থিক উন্নয়নের দিকটি নিশ্চিত করাও জরুরি।
এদিন নাগেশ্বরণ মনে করিয়ে দেন, ২০২১-২২ অর্থবর্ষে দেশের অর্থনৈতিক বৃদ্ধির হার ছিল ৯.১ শতাংশ। গতবছর তা কমে ৭.২ শতাংশে দাঁড়ায়। গড় হিসেবে ২০৩০ সাল পর্যন্ত তা ৬.৫ শতাংশে থমকে থাকতে পারে। মোট কথা, অতীতের তুলনায় নীচের দিকেই নামবে দেশ! এদিন নাগেশ্বরণ নিজেই প্রশ্ন তোলেন, আমি কেন ৭.৫ বা ৮ শতাংশ বৃদ্ধির কথা বললাম না? তার কারণ, ২০০৩-০৮ সাল পর্যন্ত গোটা বিশ্বে যে মাত্রায় অর্থনৈতিক বৃদ্ধি হয়েছিল, সেই পরিস্থিতি এখন নেই। 
মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার কথায়, বিশ্বে এখন নানারকমের অস্থিরতা বজায় রয়েছে। আছে আর্থ-রাজনৈতিক টানাপোড়েন, অর্থনৈতিক অদক্ষতাও ছড়িয়ে আছে বিশ্বজুড়ে। বিশ্বায়ন এখন ভালো করার বদলে কিছুটা উল্টো খাতে বইছে। ২০০৩-০৮ সাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে সুদের হার কম ছিল। এখন নানা দেশে হয় সুদের হার বাড়তে চলেছে অথবা তা আগের থেকেই চড়ে আছে। এই পরিস্থিতিতে ভারতের অর্থনীতি যদি ৬.৫ শতাংশ হারে বাড়ে, তাহলে তা বিশ্বের অন্যতম সেরা বৃদ্ধি হিসেবেই বিবেচিত হবে। 
নাগেশ্বরণ মনে করিয়ে দেন, বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে ভারতকে তুলে আনার পাশাপাশি তাকে মধ্যবিত্ত বা উচ্চ-মধ্যবিত্ত মানুষের দেশ হিসেবেও তুলে আনতে হবে। দেশের মানুষের ক্রয়ক্ষমতা বাড়ানো যেমন জরুরি, তেমনই তাঁরা চাইলেই যাতে উচ্চমানের পণ্য ও পরিষেবাও মেলে, সেই দিকটিও দেখতে হবে।

30th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ