বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

পাঞ্জাবে যুবকের পেট থেকে বেরল প্রায় ১০০ ধাতব বস্তু

চণ্ডীগড়: দু’বছর ধরে ভুগছিলেন পেটের ব্যথায়। অস্ত্রোপচারের পর চিকিৎসকরা অবাক। ৪০ বছরের যুবকের পেট থেকে মিলল প্রায় ১০০টি বস্তু। যার মধ্যে রয়েছে ইয়ারফোন, ওয়াশার, তার, রাখি, লকেট, বোতাম, হেয়ারক্লিপ, জিপার ট্যাগ, নাটবল্টু, মার্বেল, সেফটি পিন প্রভৃতি। ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের মোগায়। কী করে ওই ব্যক্তি জিনিসগুলি গিলে ফেললেন চিকিৎসকদের মতোই তা ভেবে কূল পাচ্ছেন না পরিবারের লোকেরাও। তবে পরিবার সূত্রে খবর, ওই যুবক মানসিক সমস্যায় ভুগছিলেন। 
মোগা হাসপাতালের অধিকর্তা ডাঃ আজমির কালরা জানিয়েছেন, ওই যুবক দু’বছর ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। প্রচণ্ড ব্যথার কারণে ভালো করে ঘুমোতে পারতেন না। একাধিক ডাক্তারকে দেখিয়ে কোনও লাভ হয়নি। শেষপর্যন্ত তাঁকে মোগা হাসপাতালে আনা হয়। পেটের এক্স-রে  করার পর রিপোর্ট দেখে অবাক হয়ে যান চিকিৎসকরা। তাঁরা বুঝতে পারেন যুবকের পেটের ভিতরে জমে রয়েছে একাধিক ধাতব বস্তু। বৃহস্পতিবার তিন ঘণ্টা অস্ত্রোপচারের পর বের হয় একশোর কাছাকাছি জিনিস। ডাঃ কালরা জানিয়েছেন, এই প্রথম তিনি এই ধরনের ঘটনার সাক্ষী হলেন।  জিনিসগুলি পেট থেকে বের করা সম্ভব হলেও কিন্তু ওই যুবকের অবস্থা স্থিতিশীল নয়। ডাঃ কালরা জানিয়েছেন,জিনিসগুলি দীর্ঘ সময় পেটের মধ্যে থাকায় তাঁর অন্যান্য শারীরিক সমস্যা দেখা দিয়েছে। চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। 

30th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ