বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

পাঞ্জাবে কং বিধায়ক গ্রেপ্তারের আবহেই  ‘ইন্ডিয়া’য় ঐক্যের বার্তা কেজরিওয়ালের
 

নয়াদিল্লি ও পুনে: বিভেদ সরিয়ে ‘টিম ইন্ডিয়া’কে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার ডাক দিলেন শারদ পাওয়ার ও অরবিন্দ কেজরিওয়াল। পাঞ্জাবের দলীয় বিধায়ক সুখপাল সিং খাইরাকে গ্রেপ্তার করা নিয়ে ইতিমধ্যে শাসকদল আম আদমি পার্টির সঙ্গে জোর চাপানউতোর শুরু হয়েছে কংগ্রেসের। তার মধ্যেই শুক্রবার বিরোধী জোট নিয়ে ‘পজিটিভ’ বার্তা এল আপ সুপ্রিমোর থেকে। এদিন দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, ‘বিরোধী জোট ইন্ডিয়ার প্রতি পুরোপুরি দায়বদ্ধ আম আদমি পার্টি।’ সেই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন কোনও অবস্থাতেই তাঁর দল এই জোট ভেঙে বেরিয়ে আসবে না। ২৪-এর লোকসভা ভোটের আগে বিজেপি বিরোধী দলগুলির মধ্যে বিভেদ ও মনোমালিন্য দূর করতে আসরে নেমেছেন ‘মারাঠা স্ট্রংম্যান’ শারদ পাওয়ার। মাদক মামলায় সুখপাল সিং গ্রেপ্তার মামলায় পাঞ্জাবে আপ বনাম কংগ্রেস দ্বৈরথ চরমে পৌঁছেছে। সেই পরিস্থিতিতে এনসিপি প্রধানের এই উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। শুক্রবার তিনি দাবি করেন, রাজস্থান ও মধ্যপ্রদেশে সামনেই বিধানসভা ভোট। এই দুই রাজ্যে ‘ইন্ডিয়া’ জোটের দলগুলির মধ্যে কোনও রকম মতানৈক্য নেই। পশ্চিমবঙ্গে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে যে মতপার্থক্য রয়েছে, তা নিয়ে এদিন এই বর্ষীয়ান নেতাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এখন তো ওই রাজ্যে ভোট নেই। লোকসভা ভোটের আগে ওখানকার বিষয়টি দেখা হবে।’
এদিকে উপর হল থেকে যতই জোটবার্তা আসুক, পাঞ্জাবে দলীয় বিধায়ক গ্রেপ্তার নিয়ে ভগবন্ত সিং মান সরকারকে দুষছে বিরোধী কংগ্রেস। রাজ্যের বিরোধী দলনেতা প্রতাপ সিং বাজওয়ার অভিযোগ, তাঁকে ধৃত বিধায়কের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। শুক্রবার ধৃত সুখপালের সঙ্গে দেখা করার উদ্যোগ নেন প্রতাপ সিং ও অমরিন্দর সিং রাজা। কিন্তু তাঁদের সুখপালের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ। প্রতাপ সিং ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘আমি রাজ্যের বিরোধী দলনেতা। আমারই দলের নির্বাচিত বিধায়ককে গ্রেপ্তার করা হয়েছে। অথচ, আমাকেই তাঁর সঙ্গে দেখা করতে দিচ্ছে না পুলিস।’ রাজ্য-রাজনীতিতে চর্চা, পাঞ্জাবে আপের সঙ্গে আসন ভাগাভাগি চান না স্থানীয় কংগ্রেস নেতৃত্বের একাংশ। এই প্রতিবাদী মুখের অন্যতম সুখপাল। 

30th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ