বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

ভুল ইঞ্জেকশনে মৃত্যু কিশোরীর, দেহ বাইকে রেখে চম্পট হাসপাতাল কর্মীর

লখনউ: অসুস্থ এক কিশোরীকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসক। পরিবারের অভিযোগ, এর জেরেই মৃত্যু হয় তাঁর। তবে এখানেই থেমে থাকেনি ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনাটি ধামচাপা দিতেও তৎপর হয় তারা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, এক স্বাস্থ্যকর্মী  করে মৃত কিশোরীর দেহ হাসপাতালের বাইরে থাকা একটি বাইকের উপরে রেখে চলে যাচ্ছে। তারপরই উধাও অভিযুক্ত চিকিৎসক ও ওই হাসপাতাল কর্মী। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মৈনপুর জেলার এক বেসরকারি হাসপাতালে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, এই ঘটনা বরদাস্ত করা হবে না। দোষীদের চরম শাস্তি দেওয়া হবে। 
স্থানীয় সূত্রে জানা যায়, ১৭ বছরের ভারতী জ্বর নিয়ে মৈনপুরের ঘিরোর এলাকার একটি বেসরকারি হাসপাতালে মঙ্গলবার ভর্তি হয়। বুধবার পর্যন্ত সে সুস্থ ছিল বলেই দাবি পরিবারের। কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওইদিন তাঁকে ইঞ্জেকশন দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। বাড়ির লোকজন চিকিৎসকের সঙ্গে কথা বললে তাঁরা ভারতীকে অন্যত্র স্থানান্তরের পরমর্শ দেয়। কিন্তু ততক্ষণে ওই কিশোরীর মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের। অবশ্য থানায় কোনও অভিযোগ জমা পরেনি বলে দাবি পুলিসের। যদিও উত্তর প্রদেশের উপ মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠকের নির্দেশে ঘটনার তদন্ত করছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক আর সি গুপ্তা। তিনি বলেন, ওই হাসপাতালটিকে সিল করে দেওয়া হয়েছে। লাইসেন্সও বাতিল করা হয়েছে। 

30th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ