বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

ক্যাব চালকের অ্যাকাউন্টে ঢুকল ৯ হাজার কোটি টাকা 

চেন্নাই: দিন কয়েক আগের ঘটনা। চেন্নাইয়ে এক ক্যাব চালকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৯ হাজার কোটি টাকা জমা পড়ে। তা নিয়ে তোলপাড় শুরু হয়। কীভাবে এই বিপুল পরিমাণ টাকা একজন সাধারণ ব্যক্তির অ্যাকাউন্টে জমা পড়ল উঠতে শুরু করে প্রশ্ন। তামিলনাড়ু মার্কেন্টাইল ব্যাঙ্ক কর্তৃপক্ষ বিপাকে পড়ে যায়। এমন বিতর্কের মধ্যেই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর এস কৃষ্ণাণ। ব্যাঙ্কের বোর্ড অব ডিরেক্টরস তাঁর ইস্তফা গ্রহণ করেছে এবং তা বিবেচনার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃপক্ষকে। সেখান থেকে সম্মতি এলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। ততদিন পর্যন্ত ওই পদেই থাকবেন কৃষ্ণাণ। ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, দিন কয়েক আগে তামিলনাড়ু মার্কেন্টাইল ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকা এক ক্যাব চালক ৯ হাজার কোটি টাকা জমা পড়ার মেসেজ পান। বিষয়টি প্রতারক চক্রের কাণ্ড কি না, জানতে তিনি এক আত্মীয়কে সেখান থেকে ২১ হাজার টাকা পাঠান। অনায়াসে সেই লেনদেন সম্পন্নহয়। এদিকে ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাদের ভুল বুঝতে পেরে ওই টাকা ফের অ্যাকাউন্ট থেকে তুলে নয়। ম্যানেজিং ডিরেক্টরের ইস্তফা সেই বিতর্ক নতুন করে উস্কে দিল। 

30th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ