বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

চীনকে চাপ দিতে নয়া কৌশল, সেনায় চালু হচ্ছে তিব্বত সংক্রান্ত কোর্স

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অপারেশন তিব্বত! বারবার  মানচিত্রে অরুণাচল প্রদেশকে নিজেদের দেশের অঙ্গ হিসেবে দেখায় চীন। লাদাখ কিংবা সিকিমে ঢুকে পড়ে যখন তখন জমি দখলের চেষ্টা চালায়। এমনকী অতি সম্প্রতি এশিয়ান গেমসে অংশগ্রহণ করতে যাওয়া অরুণাচল প্রদেশের ক্রীড়াবিদদের অফিসিয়াল ভিসা দিতে অস্বীকারও করেছে বেজিং। এভাবে লাগাতার অরুণাচল নিয়ে ভারতকে চাপে রাখার চীনা কৌশলের পাল্টা অবস্থান নিতে চলেছে ভারত সরকার? 
কী সেটা? সেনাবাহিনী হঠাৎ টিবেটোলজি কোর্স পড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তিব্বতের ভাষা, সংস্কৃতি, পোশাক, খাদ্যাভ্যাস— সব বিষয়ে ভারতের সেনা ও অফিসারদের বিশেষভাবে শিক্ষিত ও অবগত করে তোলা হবে। কেন? চীনের মিথ্যা প্রচারের পাল্টা দিতেই এই পদক্ষেপ বলে সেনার প্রস্তাব নোটে জানানো হয়েছে। জানা যাচ্ছে আর্মি কমান্ডার কনফারেন্সে প্রথম এই প্রসঙ্গ উত্থাপিত হয়েছিল। সিমলার আর্মি ট্রেনিং কমান্ডে এ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হতে চলেছে। আর্মি ট্রেনিং কমান্ড দেশজুড়ে সাতটি ইনস্টিটিউট চিহ্নিত করেছে। সেখানে স্টাডি লিভ নিয়ে সেনা অফিসার ও জওয়ানরা যাবে। শুধুই মান্দারিন নয়, তিব্বতি ভাষা শেখার উপর এখন জোর দেওয়া হচ্ছে আর্মিতে।
উল্লেখ্য, এই সময়ই ভারত লাদাখের শেষ প্রান্তের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার দৌলত বেগ ওল্ডি পর্যন্ত হাইওয়ের কাজ সম্পূর্ণ করে ফেলছে। নভেম্বর মাসেই ওই রাস্তা চালু হয়ে যাবে। লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পাঁচটি পয়েন্টে সেনা মোতায়েন বেড়েছে। পাশাপাশি হঠাৎ দলাই লামা বৃহস্পতিবার নতুন করে বিবৃতি দিয়ে বলেছেন, তিব্বতের সম্পূর্ণ স্বশাসন চাই। এই দাবি তিনি আবার তাবৎ আন্তর্জাতিক মঞ্চে করবেন। হঠাৎ ভারত কি সুকৌশলে তিব্বত কার্ড খেলতে নামছে? প্রশ্ন উঠছে। এতদিন তিব্বত নিয়ে ভারত সরকারিভাবে কোনও মন্তব্য করেনি। কিন্তু সেই সৌজন্যকে চীন সম্মান দেয়নি। বরং অরুণাচল নিয়ে তাদের আগ্রাসন অনেক বেড়েছে। সেনা নোটে বলা হয়েছে, চীনের বিরুদ্ধে এই কার্ড ব্যবহার করতে হলে সবার আগে তিব্বত সম্পর্কে নিখুঁত হোমওয়ার্ক থাকা দরকার। বস্তুত এভাবেই আগামী দিনে তিব্বত ডেস্ক হতে পারে প্রতিরক্ষা মন্ত্রকে। তিব্বত সংক্রান্ত আগ্রাসন সেনাবাহিনীর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বায়ুসেনার ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে। -ফাইল চিত্র

30th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ