বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

বিশ্বকাপে সন্ত্রাসের হুমকি, পান্নুনের বিরুদ্ধে এফআইআর গুজরাত পুলিসের

আমেদাবাদ: আগামী ৫ অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচ। তার ঠিক আগে বিদেশের মাটিতে বসে বিশ্বকাপে সন্ত্রাস ছড়ানোর হুমকি দিয়েছেন নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’-এর প্রধান গুরপতবন্ত সিং পান্নুন। রেকর্ডেড ভয়েস মেসেজে তাঁর হুমকি, ক্রিকেটের নয়, ৫ অক্টোবর থেকে ‘সন্ত্রাসের বিশ্বকাপ’ শুরু হবে। খালিস্তানি পতাকা নিয়ে আমেদাবাদে ঢুকবে ‘শিখস ফর জাস্টিস’। ওই হুমকির কারণে এবার পান্নুনের বিরুদ্ধে এফআইআর দায়ের করল গুজরাত পুলিস। শুক্রবার সরকারি সূত্রে একথা জানানো হয়েছে।
খালিস্তানি জঙ্গি নিজ্জরের খুনের ঘটনাকে কেন্দ্র করে ভারত ও কানাডার মধ্যে তীব্র কূটনৈতিক চাপানউতোর চলছে। তারই মধ্যে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে সম্প্রতি পাঞ্জাবে পান্নুনের বিশাল সম্পত্তি বাজেয়াপ্ত করে এনআইএ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওই পদক্ষেপের পরই ভারতে আসন্ন ক্রিকেট বিশ্বকাপে সন্ত্রাস ছড়ানোর হুমকি দেন ‘শিখস ফর জাস্টিস’ প্রধান। এদিন আমেদাবাদ পুলিসের সাইবার অপরাধ শাখার তরফে এফআইআর দায়ের করা হয়। সেখানে বলা হয়েছে, বিদেশি একটি নম্বর থেকে রেকর্ডেড ভয়েস মেসেজে হুমকি দিয়েছেন পান্নুন। গোটা দেশের বহু মানুষের কাছে বিভিন্নভাবে ওই হুমকি বার্তা এসেছে। সেই বার্তায় হুঁশিয়ারি দেওয়া হয়েছে, ‘শহিদ’ নিজ্জরের খুনের বদলা নেওয়া হবে। গুজরাত পুলিস জানিয়েছে, পান্নুনের ওই হুমকি নিয়ে গোটা দেশ থেকে আমাদের কাছে অভিযোগ এসেছে। সেই সূত্রেই এই এফআইআর।
পান্নুনের বিরুদ্ধে এফআইআরটি দায়ের করেছেন আমেদাবাদ পুলিসের সাইবার অপরাধ শাখার সাব-ইনসপেক্টর এইচ এন প্রজাপতি। সেখানে বলা হয়েছে, পান্নুন হলেন ভারত সরকারের ঘোষিত সন্ত্রাসবাদী। বিদেশের মাটি থেকে তিনি ‘শিখস ফর জাস্টিস’ নামে একটি সংগঠন চালাচ্ছেন। তিনি দেশে আতঙ্ক ছড়াচ্ছেন। শিখদের সঙ্গে অন্যান্য সম্প্রদায়ের শত্রুতার সম্পর্ক সৃষ্টির চেষ্টা করছেন। বিদেশের মাটি থেকেই ভারতে সন্ত্রাসবাদী কাজকর্মে মদত দিচ্ছেন। - ফাইল চিত্র

30th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ