বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

সম্মতির বয়স কমিয়ে ১৬ করার বিপক্ষেই মত আইন কমিশনের

নয়াদিল্লি: পকসো আইনের অন্তর্গত যৌন সম্পর্কে সম্মতির বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ বছর করার বিপক্ষে আইন কমিশন। শুক্রবার কেন্দ্রীয় সরকারের কাছে পেশ করা রিপোর্টে ২২তম আইন কমিশন সম্মতির বয়স অপরিবর্তিত রাখার পক্ষেই সুপারিশ করল। রিপোর্টে কমিশন বলেছে, বয়স কমিয়ে ১৬ করা হলে বাস্তবে বাল্য বিবাহ ও শিশু পাচারের বিরুদ্ধে লড়াইয়ে সরাসরি তার নেতিবাচক প্রভাব পড়বে। ১৬ থেকে ১৮ বছর বয়সিদের যৌন সম্পর্ক স্থাপন অপরাধ হিসেবে গণ্য না হলে পকসো আইনের প্রকৃত উদ্দেশ্যই ক্ষতিগ্রস্ত হবে। তা নেহাত কাগুজে আইনে পরিণত হবে।
সম্মতির বয়স কমানোয় আপত্তি তুললেও সুনির্দিষ্ট কিছু ক্ষেত্রে পকসো আইনে সংশোধনের প্রস্তাব করেছে আইন কমিশন। আইন মন্ত্রকে পেশ করা রিপোর্টে কমিশন বলেছে, ১৬ থেকে ১৮ বছর বয়সিরা যদি পারস্পরিক সম্মতিতে যৌন সম্পর্ক স্থাপন করে, সেক্ষেত্রে শাস্তি প্রদানে আর পাঁচটা মামলার মতো কড়াকড়ি করা যাবে না। এরকম ক্ষেত্রে ‘বিচারবিভাগীয় বিচক্ষণতা’ নিশ্চিত করতে আইনে প্রয়োজনীয় সংশোধন করা হোক। এর ফলে আইনটিতে ভারসাম্য তৈরি হবে। কিশোর কিশোরীদের মধ্যে ভালবাসার সম্পর্ক বজায় থাকবে। আবার একই সঙ্গে অপ্রাপ্তবয়স্কদের যৌন অপরাধের ঘটনা থেকেও রক্ষা করা যাবে।
অভিন্ন দেওয়ানি বিধি ইস্যুতেও একটি পৃথক রিপোর্ট তৈরি করছে আইন কমিশন। সূত্রের খবর, ওই রিপোর্টে সমলিঙ্গে বিবাহকে অভিন্ন দেওয়ানি বিধির আওতায় বিবেচ্য বলে ধরাই হচ্ছে না। পাশাপাশি কমিশন তাদের রিপোর্টে বহুগামিতা, নিকা হালালা ও একতরফা বিচ্ছেদের বিরোধিতা করতে চলেছে বলেও খবর। 

30th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ