বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

কাবেরীর জলবণ্টন ইস্যুতে কর্ণাটকে বিক্ষোভ, ধৃত ৫০

বেঙ্গালুরু: কাবেরী নদীর জলবণ্টন নিয়ে প্রতিবাদ চরম আকার নিয়েছে কর্ণাটককে। তামিলনাড়ুকে জল ছাড়ার সিদ্ধান্তের বিরোধিতা করে শুক্রবার রাজ্যজুড়ে বন্‌঩ধের ডাক দেয় একটি সংগঠন। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিস ৫০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। জনজীবনে বন্‌঩ধের যথেষ্ট প্রভাব পড়েছে। বেঙ্গালুরু বিমানবন্দরে ব্যাহত হয়েছে পরিষেবা। ৪৪টি বিমান বাতিল করা  হয়েছে। তার মধ্যে ২২টি নামার ও ২২টি ওড়ার কথা ছিল। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ে বিমান বাতিলের কথা যাত্রীদের জানিয়ে দেওয়া হয়েছে।  যদিও অন্য একটি সূত্রে জানা গিয়েছে, বন্‌঩ধের কারণে বেশ কিছু যাত্রী বিমানের টিকিট বাতিল করেছেন। সেই কারণেই বাতিল করতে হয়েছে বিমান। তবে বেঙ্গালুরুতে মেট্রো পরিষেবা স্বাভাবিক ছিল। চিকমাগালুরে বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের কুশপুত্তলিকা পোড়ান। মাণ্ড্যতেও রাস্তায় নেমে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কানাড়া ওক্কুটা নামে একটি সংগঠন সকাল ছ’টা থেকে সন্ধে ছ’টা পর্যন্ত বন্‌঩ধ ডাকে। রাজ্যের মানুষকে বিপাকে ফেলে কেন তামিলনাড়ুকে কাবেরীর জল দেওয়া হচ্ছে, সেই প্রশ্ন তুলেছে তারা। দু’দিন আগেও একই ইস্যুতে বেঙ্গালুরু বন্‌঩ধ ডাকা হয়েছিল। সেদিনবাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। এদিনের বন্‌঩ধ আটকাতে পুলিস ১৪৪ ধারা জারি করে। মিছিল, বিক্ষোভ না করার নির্দেশিকাও জারি করা হয়। কানাড়া ওক্কুটার তরফে জানানো হয়েছে, রাজ্যের প্রায় ১৯০০ সংগঠন এই বন্‌঩ধকে সমর্থন জানিয়েছে। এদিন বেঙ্গালুরুতে সব স্কুল-কলেজ বন্ধ ছিল। উল্লেখ্য, আদালতের নির্দেশ মেনে তামিলনাড়ুকে নির্দিষ্ট পরিমাণ জল ছাড়ছে কর্ণাটক। তা নিয়ে সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেছে বিভিন্ন সংগঠন। 

30th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ