বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

পড়ুয়ামৃত্যুতে অশান্ত মণিপুর, মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলার চেষ্টা

ইম্ফল: দুই পড়ুয়ার মৃত্যুর ঘটনায় নতুন করে অশান্ত মণিপুর। মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাড়িতে হামলার চেষ্টা করে বিক্ষোভকারীরা। যদিও, মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে একশো মিটার আগেই পুলিস উত্তেজিত জনতাকে থামিয়ে দেয়। জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়। নামানো হয় র‌্যাফও। কার্ফুর মধ্যেই ইম্ফলে ডিসি অফিসে হামলা চালায় উত্তেজিত জনতা। ডিসি অফিস ভাঙচুর করে আগুন লাগানো হয়েছে। রাস্তায় নেমে বিক্ষোভ দেখান অসংখ্য বিক্ষুব্ধ জনতা। অন্যদিকে, মায়ানমারের সার্জিক্যাল স্ট্রাইকের নায়কের পর এবার পুলওয়ামা হামলার তদন্ত কমিটির সদস্য। মণিপুরকের শান্ত করতে নয়া পদক্ষেপ স্বরাষ্ট্র মন্ত্রকের। শ্রীনগর পুলিসের সিনিয়র সুপারিন্টেডেন্ট রাকেশ বালওয়ালকে বদলি করে আনা হচ্ছে মণিপুরে। বৃহস্পতিবার এই বিষয়ে নির্দেশ দিয়েছে অমিত শাহের মন্ত্রক। ২০১৯ সালে পুলওয়ামা হামলার তদন্ত কমিটির অন্যতম সদস্য ছিলেন রাকেশ। 
ইন্টারনেট পরিষেবা ফিরতেই জুলাই মাসে অপহৃত দুই মেইতেই পড়ুয়ার মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসে। অভিযোগের কুকি সম্প্রদায়ের বিরুদ্ধে। উত্তর পূর্বের রাজ্যের অশান্তির আগুনে ঘি ঢেলেছে এই ঘটনা। নতুন করে শুরু হয়েছে হিংসাদীর্ণ প্রতিবাদ। টায়ার, লোহার পাইপ হাতে নিয়ে বিক্ষোভ দেখায় জনতা। পরিস্থিতি উদ্বেগজনক হতে পারে আঁচ করে ইম্ফল জুড়ে কার্ফু জারি করা হয়েছিল। এর মাঝেই ইম্ফলে ডেপুটি কমিশনারের অফিসে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। আগুন লাগানো হয়েছে দু’টি গাড়িতে। পুলিস কর্মীদেরও আক্রমণ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিস। আহত হয়েছেন ৬৫ জন বিক্ষোভকারী। পাশাপাশি থৌবল জেলার খংজামে বিজেপির একটি অফিসে হামলা চলেছে। এই আবহে রাকেশকে কাশ্মীর থেকে মণিপুরে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। মণিপুর ক্যাডারের ২০১২ সালের ব্যাচের আইপিএস তিনি। ফলে উত্তর-পূর্বের রাজ্যের পরিস্থিতি সম্পর্কে অবগত তিনি। ২০১৯ সালে পুলওয়ামায় জঙ্গি হামলার তদন্ত কমিটিতে ছিলেন তিনি। রাকেশের পূর্বের অভিজ্ঞতা ও রাজ্য পরিচিতিকে কাজে লাগাতে চাইছে কেন্দ্র। উল্লেখ্য, এর আগে ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত কর্নেল অমৃত সঞ্জেনবামকে মণিপুর পুলিস বিভাগের সিনিয়র সুপারিন্টেডেন্ট পদে নিযুক্ত করা হয়েছিল। মায়ানমারে সার্জিক্যাল স্ট্রাইকে মুখ্য ভূমিকা পালন করেছিলেন তিনি। পাশাপাশি সরকারের কাছে দেহ খুঁজে দেওয়ার অনুরোধ জানিয়েছেন অভিভাবক। তাঁরা আশাবাদী, সিবিআই তদন্তের মাধ্যমে তাঁদের ছেলেমেয়েদের দেহ ঠিক উদ্ধার হবে। অভিভাবকদের দাবি, ‘আমরা কেবল সন্তানদের শেষবারের মতো দেখতে চাই। প্রাপ্য মর্যাদার সঙ্গে শেষকৃত্য সম্পন্ন করতে চাই।’ 

29th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ