বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

৮ দিন দেরিতে, সোমবার শুরু হল দেশে বর্ষা বিদায়ের প্রক্রিয়া

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবশেষে সোমবার থেকে শুরু হল দেশে বর্ষা বিদায়ের প্রক্রিয়া। এই প্রক্রিয়া শুরুর স্বাভাবিক সময় ছিল ১৭ সেপ্টেম্বর। এবার সেটি হল আটদিন দেরিতে। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, এদিন দক্ষিণ-পশ্চিম রাজস্থানের কিছু অংশ থেকে বর্ষা বিদায় নিয়েছে। বিপরীত ঘূর্ণাবর্তের অবস্থান, পাঁচদিন ধরে বৃষ্টি না-হওয়া, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ হ্রাস প্রভৃতি বিচারে রাজস্থানের বারমের, যোধপুর ও সংলগ্ন এলাকা থেকে বর্ষা বিদায়ের ঘোষণা করেছে আবহাওয়া দপ্তর। গোটা দেশ থেকে বর্ষা বিদায় প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার স্বাভাবিক দিন ১৫ অক্টোবর। সময়টি পশ্চিমবঙ্গের জন্য ১০ অক্টোবরের আশপাশ। দেশের বাকি অংশেও বর্ষা বিদায় এবার দেরিতে কি না, তা এমনটি নিশ্চিত করে বলা যায় না। বলছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। দেশ থেকে পুরোপুরি বর্ষা বিদায় নেওয়ার সময় আসতে অবশ্য এখনও বেশ কিছুদিন বাকি আছে। তাই এসপ্তাহে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হচ্ছে, সেটি শেষপর্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে সংশয় রয়েছে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা জানান, উত্তর আন্দামান ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অক্টোবরের মাঝামাঝি সময়ে কোনও নিম্নচাপ তৈরি হলে শক্তিশালী ঘূর্ণিঝড়ের সৃষ্টি প্রায় নিশ্চিত ছিল। এমাসের শেষলগ্নে, শনিবার যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে সেটি কতটা শক্তিশালী হবে, এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

26th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ