বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

কংগ্রেস ক্ষমতায় এলে হবে জাতিভিত্তিক গণনা: রাহুল

বিলাসপুর: মহিলা সংরক্ষণ বিলে ওবিসি কোটার দাবিতে সরব হয়েছিল বিরোধীরা। তাদের এই দাবিতে আশঙ্কার সিঁদুরে মেঘ দেখছে বিজেপি। এবার ছত্তিশগড়ে মহিলা সংরক্ষণ বিলের প্রসঙ্গ তুলে ওবিসি ইস্যুতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে নিশানা করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি জানান, কংগ্রেস ক্ষমতায় এলে ‘জাতিভিত্তিক গণনা’ই হবে অগ্রাধিকার। তফসিলি জাতি-উপজাতি-দলিতের মতো সমাজের অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)-কে মূলস্রোতে আনতেই এই উদ্যোগ নেবে কংগ্রেস। এদিন বিলাসপুরে বাঘেল সরকারের আবাস ন্যায় সম্মেলনের মঞ্চ থেকে তিনি কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করেন। তাঁর কথায়, তফসিলি জাতি-উপজাতি-দলিত ও মহিলাদের এগিয়ে আসার পথ মসৃণ করতে গেরুয়া শিবির কোনও উদ্যোগই নেয়নি। বিজেপি সরকার যদি এবিষয়ে আগ্রহী না হয়, তবে কংগ্রেস ক্ষমতায় এলেই এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তাঁর প্রশ্ন, পূর্বতন ইউপিএ সরকারের জাতিগণনার রিপোর্ট প্রকাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এত ভয় কিসের? পাশাপাশি, এই মঞ্চ থেকেই রিমোটের সাহায্যে ‘গ্রামীণ আবাস ন্যায় যোজনা’ চালু করেন তিনি। মূলত, এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের গৃহহীন ও মাটির ঘরে বসবাসকারী মানুষদের পাকা বাড়ি দেওয়ার কথা ঘোষণা করা হয়। পরবর্তীতে ওই রিমোট নিয়েও বিজেপিকে কটাক্ষ করেন রাহুল গান্ধী। তিনি জানান, রাজনীতিতে দু’ধরনের রিমোট আছে। কংগ্রেস রিমোট টিপলে কৃষকরা সরকারি সাহায্য পান, স্কুল-কলেজ গড়ে ওঠে। কিন্তু বিজেপি সরকার সকলের অলক্ষ্যে এই রিমোট দিয়ে শিল্পপতিদের সুবিধা পাইয়ে দেয়। ফলে সরকারি প্রতিষ্ঠানগুলি বেসরকারিকরণের কোপে পড়ে। এই রিমোটের বোতামে চাপ পড়তেই সাধারণ মানুষের জল-জমি-জঙ্গলের অধিকার কে঩ড়ে নেন শিল্পপতিরা। 

26th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ