বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ
 

এনডিএ-তে আর ফিরছেন না, সাফ জানালেন নীতীশ

পাটনা: ফের নাকি এনডিএ-তে ফিরছেন! কয়েক দিন ধরে এমনই জল্পনায় পারদ চড়েছে বিহারের রাজনীতিতে। যদিও সোমবার সেই জল্পনায় নিজেই জল ঢাললেন জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ‘টিম ইন্ডিয়া’ ছেড়ে মোদির হাত ধরার কোনও সম্ভাবনা নেই।
বিহারের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁর কাঁধেই রয়েছে বিরোধীদের ঐক্যবদ্ধ করার গুরুদায়িত্ব। তাই এই সংক্রান্ত জল্পনাকে ‘অপ্রয়োজনীয়’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি। যদিও এই মন্তব্যের জন্য তাঁকে পাল্টা কটাক্ষ করেছে গেরুয়া শিবির।  
এদিন পাটনায় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীর এক অনুষ্ঠানে যোগ দেন বিহারের মুখ্যমন্ত্রী। সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি। ফের এনডিএতে যোগ দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মোটেই আগ্রহী নই।’ বিজেপির সঙ্গে তিনি নাকি আলোচনায় বসেছেন, সম্প্রতি এমন গুঞ্জন ছড়িয়েছিল। যা ঘিরে শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। এদিন নীতীশ বলেন, ‘কে কী গুজব ছড়ালেন, তা নিয়ে চিন্তিত নই। বিরোধী দলগুলিকে ঐক্যবদ্ধ করার কাজ চালিয়ে যাচ্ছি।’
জেডিইউ সুপ্রিমোর এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই কটাক্ষ করেছেন বিজেপি নেতা সুশীলকুমার মোদি। তিনি বলেন, ‘নীতীশ কুমার এনডিএ-তে যোগ দেওয়ার জন্য নাকখত দিলেও জোটে নেওয়া হবে না।’ 
‘ইন্ডিয়া’ জোটের বিভিন্ন নেতার কাজকর্ম নিয়ে নাকি বিহারের মুখ্যমন্ত্রী অখুশি, এমনই জল্পনা চলছিল দিন কয়েক ধরে। গোটা বিষয়টিকে ‘বিজেপির অপপ্রচার’ বলে দাগিয়ে দিয়েছেন জেডিইউ প্রধান।

26th     September,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
বিদেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ